এখনও জল ঢুকছে, উন্নতি হয়নি উত্তর দিনাজপুরের বন্যা পরিস্থিতির
Updated By: Aug 17, 2017, 08:42 AM IST
ওয়েব ডেস্ক: নদীগুলিতে জল নামতে শুরু করলেও উত্তর দিনাজপুরেও বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়নি। রায়গঞ্জ শহরে এখনও কুলিকের জল ঢুকছে। তবে তা আগের থেকে কম। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় এখনও জল রয়েছে। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা নাগর ও কুলিকের জলে ভেসে আছে। নাগরের জল সামান্য কমলেও উত্তর দিনাজপুরের করণদিঘি এখনও প্লাবিত। সুধানির জলও নামছে। মহানন্দা, সুই, কুলিকের জলে প্লাবন ইটাহার ব্লকে। গোয়ালপোখর এক ও দুই ব্লকে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নই। একই অবস্থা কালিয়াগঞ্জ ও হেমতাবাদেরও। জলবন্দি হয়ে রয়েছেন প্রচুর মানুষ। বন্যার আরও খবর- নৌকাই এখন অ্যাম্বুলেন্স, হাসপাতালে সন্তান কোলে জলবন্দি মায়েরা