রাজ্যপালের নামে ভুয়ো শংসাপত্র দেখিয়ে প্রতারণা! মেমারিতে গ্রেফতার ৮

প্রতারিত তিন হাজারেরও বেশি বেকার। উদ্ধার লক্ষাধিক টাকা। 

Updated By: Jul 6, 2021, 03:20 PM IST
রাজ্যপালের নামে ভুয়ো শংসাপত্র দেখিয়ে প্রতারণা! মেমারিতে গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদন: রাজ্যপাল জগদীপ ধনখড়ের নামে শংসাপত্র দেখিয়ে চাকরি দেওয়ার টোপ। কোটি কোটি টাকা প্রতারণা। পূর্ব বর্ধমানের মেমারিতে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিস। প্রতারণার অভিযোগে গ্রেফতার ৮।

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে প্রায় তিন হাজারেরও বেশি বেকার যুবক-যুবতী এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন। জাতীয় সড়কে নিরাপত্তায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। বেকারদের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। রোড সেফটি অর্গানাইজেশনের নামে একটি সংস্থার নামে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: খুনের ঘটনার রাজসাক্ষী হওয়ায় যুবককে হত্যার অভিযোগ, থমথমে কুলপি

আরও পড়ুন: করোনা-আবহেই একটু একটু করে তৈরি হয়ে উঠল আদিবাসী জীবননির্ভর 'নিষাদ'

পুলিস সূত্রে খবর, ওই সংস্থা দাবি করত রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁদের শংসাপত্র দিয়েছে। সেই শংসাপত্র দেখিয়েই প্রতারণা জাল বিস্তার করেছিল জালিয়াতরা। একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। এরপরই ৮ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা। এছাড়া বাজেয়াপ্ত হয়েছে ৭ টি মোবাইল, ১ টি গাড়ি এবং বেশ কিছু স্ট্যাম্প ও শংসাপত্র।

.