Gangasagar Mela: বাংলায় তিন সাধুকে নিগ্রহ-গণপিটুনি, ১২ জন গ্রেফতার
Sadhus assaulted in Bengal: পুরুলিয়াকাণ্ডে তুঙ্গে বাগযুদ্ধ। তৃণমূলের রাজনীতির জেরেই বেহাল দশা বাংলার। তোষণের উদ্দেশ্যেই রামমন্দিরেও আপত্তি। সরব অনুরাগ। যোগীরাজ্য ধর্ষণ, গুজরাতের বিলকিস কাণ্ডে কথা নয় কেন? পাল্টা শশীর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজবের জেরে বারেলির তিন সাধুকে গণপিটুনি। পুরুলিয়ার কাশীপুরে তিন সাধু এবং তাঁদের সঙ্গীদের গণপ্রহারের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিস। বৃহস্পতিবার উত্তর প্রদেশ থেকে আসা তিন সাধু, যাঁরা সম্পর্কে বাবা-ছেলে, তাঁদের গাড়িচালক এবং রাঁধুনি কাশীপুরের গৌরাঙ্গডি গ্রামে গঙ্গাসাগরের রাস্তা জিজ্ঞাসা করেন। তারপরই আচমকা গুজব ছড়ায় এবং পাঁচজনের উপর চড়াও হয় গ্রামবাসীদের একাংশ।
আরও পড়ুন, Jalpaiguri News: শীতের সকালে গাড়ি পিষে দিল স্কুটি আরোহীদের! মৃত শিশু-সহ ২, আহত ১
সাধুদের গাড়িও ভাঙচুর করা হয়। কাশীপুর থানার পুলিস গিয়ে তাঁদের উদ্ধার করে। পুরো ঘটনায় ছড়িয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুরুলিয়ার বিজেপি সাংসদ, ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত হামলাবলে অভিযোগ করেছেন। জেলা তৃণমূল সভাপতির দাবি, ভুয়ো খবরের জেরে এই ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই আক্রান্তদের সঙ্গে ভিডিয়ো কলে কথা সুকান্তরও। অন্যদিকে, মালব্যর পোস্টের পরেই পুরুলিয়াকাণ্ডে তোলপাড়। তড়িঘড়ি অ্যাকশন পুলিসেরও।
এমনকী পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনায় সরব অমিত মালব্যও। রাত থেকেই পরপর পোস্টে রাজ্যের শাসকদলকে তুলোধনা। সকালে তিনি ফের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, বাংলায় সাধুদের রক্ষা করতে ব্যর্থ মমতার পুলিস। হামলার পর শেষমেশ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত গিয়ে সাধুদের উদ্ধার করনে। যোগ্য সম্মানও দেখিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, তৃণমূলের স্থানীয় এক গুন্ডাই এই হামলা চালিয়েছে। হামলাকারী আবার সিভিক ভলান্টিয়ার। পুলিসের সঙ্গে কাজ করে সে। তদন্তে কিছুই উঠে আসবে না, এটাই স্বাভাবিক। কারণ শাহজাহান-আনোয়ার এদের সঙ্গে হাত মিলিয়েই কাজ করছে মমতা সরকার।
প্রসঙ্গত, সোমবার মকরসংক্রান্তি। পুণ্যতিথিতে কাল রাত থেকেই শুরু পুণ্যস্নান। সাগরসঙ্গমে এখন মিনি ভারত। মানুষের স্রোতে সরগরম গঙ্গাসাগরে। মাহেন্দ্রক্ষণের অপেক্ষা সাগরতীর্থ। শুধুই জেলা কলকাতা থেকে নয়। ভিনরাজ্য থেকেও দলে দলে মানুষের ভিড়। ট্রেন ভাড়ার গাড়ি তো আছেই। বাবুঘাটে সাগরমেলার ট্রানজিট ক্যাম্পেও উপচে পড়া ভিড়। জটাধারী সাধুসন্ত থেকে নাগা সন্ন্যাসী। সব পথ এখন মিশেছে সাগরের বেলাভূমিতে। কেউ ডুব দিয়ে পুণ্য করবে, কারও আবার শুধুই ঘোরা।
আরও পড়ুন, Dilip Ghosh: 'মুখ্যমন্ত্রীর ফোন সার্চ করলে অনেক কিছু বেরোবে', ইডি প্রশ্নে মমতাকে তোপ দিলীপের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)