রাজবাড়ি থেকে গায়ত্রী দেবীর ছবি চুরি, চব্বিশ ঘণ্টার মধ্যেই কিনার করল পুলিস
প্রশ্ন উঠে গেল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে
নিজস্ব প্রতিবেদন: অবশেষে কোচবিহার রাজবাড়িতে চুরির কিনারা করল পুলিস।
শুক্রবার ভোররাতে রাজবাড়ি থেকে চুরি হয়ে যায় গায়ত্রী দেবীর ছবি। ওই চুরির ঘটনা প্রথমে চেপে যাওয়ার চেষ্টা করেছিল রাজপ্রাসাদের কর্মীরা। শেষপর্যন্ত পুলিস অভিযোগ দায়ের করে। রবিবার ভোরে শহর লাগোয়া ২ নম্বর গুরিয়াহাটি এলাকা থেকে ছবিটি উদ্ধার করে পুলিস।
ছবি চুরির অভিযোগে মঙ্গলু দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ছবিটি ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্বাবধানে। তার মধ্যে এই চুরি। ফলে রাজবাড়িরে কেউ এই চুরির সঙ্গে জড়িত কিনা তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গুলকে আদালতে তুলছে কোতোয়ালি থানার পুলিস।
পুলিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলু দাস নিজে ছবি আঁকে। গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়।কিন্তু এত নিরাপত্তার মধ্যেও কীভাবে চুরি! মঙ্গুল জানিয়েছে, চুরির সময়ে সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। তবে ছবি আঁকার জন্যই সে গায়ত্রী দেবীর ছবিটি চুরি করেছে বলে জানিয়েছে। ফলে আর্কিওলজিক্যল সার্ভের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল।