একদিনের জ্বরে কিশোরীর মৃত্যু; চিকিত্সায় গাফিলতির অভিযোগে উত্তেজনা

Updated By: Sep 1, 2017, 09:13 PM IST
একদিনের জ্বরে কিশোরীর মৃত্যু; চিকিত্সায় গাফিলতির অভিযোগে উত্তেজনা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : একদিনের জ্বরে কিশোরীর মৃত্যু। চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কার্যত হামলা রোগীর আত্মীয়দের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান বিডিও। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- ভাঙড়ের শিশুহত্যার কিনারা করে ফেলল পুলিস

জানা যায় জ্বরে আক্রান্ত মাগুরমারি এলাকার বাসিন্দা গুড়িয়া পরভিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থার অবনতি হচ্ছে দেখে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন গুড়িয়ার আত্মীয়রা। কিন্তু অভিযোগ, তাতে কর্ণপাত করেননি চিকিত্সকেরা। উল্টে কিশোরীকে একটি ইঞ্জেকশন দেন তাঁরা। আর তারপর থেকে অবস্থার আরও অবনতি হতে শুরু করে। ইঞ্জেকশন দেওয়ার ১০ মিনিটের মধ্যেই ওই কিশোরীর মৃত্যু হয়।

.