উপস্থিত মুখ্যমন্ত্রী, আন্দোলনে মোর্চা...পাহাড়ে জ্বলল আগুন!
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জঙ্গি আন্দোলনে মোর্চা। জ্বলছে পাহাড়। পুলিসের বুথ থেকে সরকারি বাস বাদ যায়নি কিছুই। ৩ পুলিস কর্তা সহ ৫০ জন কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা তলব করেছে রাজ্য। ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে মোর্চাও।
ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জঙ্গি আন্দোলনে মোর্চা। জ্বলছে পাহাড়। পুলিসের বুথ থেকে সরকারি বাস বাদ যায়নি কিছুই। ৩ পুলিস কর্তা সহ ৫০ জন কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা তলব করেছে রাজ্য। ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে মোর্চাও।
৪৫ বছর পর পাহাড়ে মন্ত্রিসভার বৈঠক। ঐতিহাসিক দিনটি স্মরণীয় হয়ে রইল সম্পূর্ণ অন্য কারণে। পাহাড়ের পাঠ্যক্রমে বাংলা বাতিলের দাবিতে আন্দোলন। ভানুভবনের সামনে অবস্থানে মোর্চা। শুরুটা হল এভাবেই। ক্যাবিনেট মিটিং শেষ হতেই মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ। পজিশন নিল পুলিস। এরপর ভানুভবনের ভিতরে চলে যায় মোর্চা নেতৃত্ব। ভিতর থেকে শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা লাঠি চালায় পুলিস।
দাউদাউ করে ছড়িয়ে পড়ল আগুন। প্রথমে জ্বলল পুলিস বুথ। তারপর একের পর এক গাড়িতে আগুন। মাঝরাস্তায় জ্বালিয়ে দেওয়া হল সরকারি বাস। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ও শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করল পুলিস। মোর্চার সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জনের বেশি পুলিসকর্মী। তাঁর মধ্যে ৩ পুলিস কর্তাও রয়েছেন। সেনা তলব করেছে রাজ্য। পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে মোর্চা। এদিকে, কালিম্পংয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়ে যায় অঘোষিত বন্ধ।
আরও পড়ুন- মোর্চার বিক্ষোভে জ্বলছে পাহাড়, পুলিসের উপর ইটবৃষ্টি