কলেজে অধ্যাপনায় ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর!
জেনারেল ও সংরক্ষিত সব ক্যাটাগরির প্রার্থীরাই এর সুফল পাবেন।
নিজস্ব প্রতিবেদন : রাজ্যের কলেজগুলিতে শিক্ষকপদে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাড়ল কাজে যোগদানের জন্য বয়সের উর্ধ্বসীমা।
জেনারেল ক্যাটাগরিতে আবেদনের বয়সসীমা ৩৭ থেকে বাড়িয়ে ৪০ করা হল। পাশাপাশি অন্যান্য সংরক্ষিত ক্ষেত্রেও সমানুপাতিক হারে আবেদনের বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে সার্বিকভাবে কলেজে অধ্যাপনার ক্ষেত্রে আবেদনের বয়সসীমা বাড়ল। এর সুফল জেনারেল ও সংরক্ষিত সব ক্যাটাগরির প্রার্থীরাই পাবেন।
আরও পড়ুন, রিভিউ পিটিশন খারিজ, ডিএ মামলায় হাইকোর্টে ফের বড় জয় রাজ্য সরকারি কর্মীদের
সম্প্রতি অবসরের উর্ধ্বসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে এক মহলের অভিযোগ ছিল, এতে শূন্যপদ তৈরি হতে দেরি হবে। ফলে যাদের বয়স পেরিয়ে যাবে, তাঁরা আর কলেজে অধ্যাপনার জন্য আবেদন করতে পারবেন না। শিক্ষা দফতরের সিদ্ধান্তে এবার সেই সমস্যা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।