মহার্ঘ ভাতার দাবিতে নবান্নে বিক্ষোভ সরকারি কর্মীদের একাংশের, গ্রেফতার ২০

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ যে রয়েছে, তার ফের প্রমাণ মিলল এদিন। 

Updated By: Nov 29, 2018, 05:40 PM IST
মহার্ঘ ভাতার দাবিতে  নবান্নে বিক্ষোভ সরকারি কর্মীদের একাংশের, গ্রেফতার ২০

নিজস্ব প্রতিবেদন: বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে ফের বৃহস্পতিবার নবান্নে বিক্ষোভ দেখালেন  সরকারি কর্মীদের একাংশ। নেতৃত্বে  কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। ঘটনায় ২০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন: ডোমকল কলেজের নবীনবরণে স্বল্পবসনাদের চটুল নাচ, দেখুন ভাইরাল ভিডিও

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ যে রয়েছে, তার ফের প্রমাণ মিলল এদিন। বৃহস্পতিবার সকাল থেকে নবান্নে ক্যান্টেনের বাইরে জড়ো হয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। আচমকাই তাঁরা পোস্টার হাতে স্লোগান দিতে শুরু করেন। প্রথমটায় হকচকিয়ে যান নবান্নে নিরাপত্তার দায়িত্বে  থাকা কর্মীরা।  পরে তাঁরা বিক্ষোভকারীদের  সামলানোর  চেষ্টা করেন। তাঁদের হাত থেকে প্ল্যাকার্ড, পোস্টার কেড়ে নেন। কিন্তু  পুলিসের হাত থেকে পোস্টার কেড়ে ফের বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন তাঁরা।

আরও পড়ুন, প্রেমিকের সঙ্গে পালিয়েছে মেয়ে, মা নিল চরম সিদ্ধান্ত

পুলিস এই ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে ১ জন মহিলাও রয়েছেন। ঘটনার পর   নবান্নে ১৪৪ ধারা জারি হয়েছে।

.