Governor CV Ananda Bose: ভাঙড়ে সবজি বাজারে রাজ্যপাল সিভি আনন্দ বোস!

শাক-সবজির দাম কেন আকাশছোঁয়া? কারণ অনুসন্ধান করলেন সিভি আনন্দ বোস। কথা বললেন সবজি বিক্রেতার সঙ্গেও।

Updated By: Jul 3, 2023, 09:09 PM IST
 Governor CV Ananda Bose: ভাঙড়ে সবজি বাজারে রাজ্যপাল সিভি আনন্দ বোস!

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: শাক-সবজির দাম আকাশছোঁয়া। কেন? কারণ অনুসন্ধান করতে এবার বাজারে রাজ্যপাল সিভি আনন্দ বোস! বিভিন্ন সবজি হাতে নিয়ে দাম জানতে চাইলেন তিনি। কথা বললেন বিক্রেতাদের সঙ্গেও। ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: 'গোষ্ঠীদ্বন্দ্বেই খুন বাবা, সিবিআই চাই', আনন্দের পা ধরে কান্না জিয়ারুলের মেয়ের! কড়া বার্তা রাজ্যপালের...

'গ্রাউন্ড জিরো' রাজ্যপাল। ২ দিনের উত্তরবঙ্গ সফর শেষে রাজভবনে ফিরলেন না সিভি আনন্দ বোস। কেন? এদিন শিয়ালদহ স্টেশনে বিশ্রাম নিয়েই রওনা দেন বাসন্তীর উদ্দেশ্য়ে।

শনিবার রাতে বাসন্তীতে খুন হন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। রামচন্দ্রখালি পঞ্চায়েতের খিরীশখালি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন, বিশেষ কাজে ক্যানিংয়ে গিয়েছিলেন জিয়ারুল। রাতে বাইক চালিয়ে ফিরছিলেন বাড়িতে। 

তারপর? অভিযোগ, ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ঘাগরামারী এলাকায় দুটি বাইকে এসে ওই তৃণমূলকর্মীকে ঘিরে ধরেন। এরপর তাঁর মাথা লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে দেয় তারা। রক্তাক্ত অবস্থায় জিয়ারুলকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারাই। হাসপাতালে নিয়ে গিয়ে অবশ্য বাঁচানো যায়নি।

এদিন বাসন্তীতে গিয়ে নিহতের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। মেয়ের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে। এরপর যখন বাসন্তী থেকে ফিরছিলেন, তখনই ভাঙড়ের  পাগলাহাট বাজারের কাছে নেমে পড়েন সিভি আনন্দ বোস। বাজারের ঢুকে জানতে চান শাক-সবজির।

আরও পড়ুন: Bengal Weather: ফের বৃষ্টি বিপর্যয়ের সতর্কবার্তা রাজ্যে! গরম কমে দক্ষিণবঙ্গে কি আসবে স্বস্তি?

বর্ষা এসেছে গিয়েছে। কিন্তু শাক-সবজির দাম কমছে না, বরং বেড়ে চলেছে লাগাতার। মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। রাজভবন সূত্রে খবর, বিষয়টি কানে পৌঁছেছে রাজ্য়পালের। স্রেফ গ্রাম নয়, কলকাতা বাজারেও যেতে পারেন তিনি। এমনকী, সবজির দাম নিয়ন্ত্রণে সরকার সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.