GST চালুর প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে উত্তর দিনাজপুর জেলায় মিশ্র প্রভাব

Updated By: Jun 30, 2017, 12:42 PM IST
GST চালুর প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে উত্তর দিনাজপুর জেলায় মিশ্র প্রভাব

ওয়েব ডেস্ক: GST চালুর প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে উত্তর দিনাজপুর জেলায় মিশ্র প্রভাব পড়েছে। জেলার সব চেয়ে বড় পাইকারি মাছ বাজার মোহনবাটিতে অন্যদিনের মতো ব্যস্ততা না থাকলেও বেচাকেনা চলছে। পাইকারি সবজি বাজারে ক্রেতার সংখ্যা কম। কিছু দোকানপাট খুললেও, বেশিরভাগ দোকানপাটই বন্ধ।

অন্যদিকে, অশান্ত পাহাড় । আজ সকালে মিরিক পুরসভার ভাইস চেয়ারম্যান MK জিম্বার বাড়িতে হামলা । পেট্রোল বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একাংশ। হামলা হয়েছে মিরিকের কনস্ট্রাকশন অফিসেও। কার্শিয়াংয়ের গেইরিগাঁওয়েও গ্রাম পঞ্চায়েত অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। রংলিতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জয় সুরপা। এ সব কটি ঘটনায় অভিযোগ উঠছে মোর্চার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে মোর্চা ।

GST-র প্রভাবে কোন জিনিসের দাম বাড়ছে আর কোন জিনিসের দাম কমছে, পুরো তালিকা দেখে নিন

মিরিক পুরসভার ভাইস চেয়ারম্যান MK জিম্বার বাড়িতে হামলা

.