Zee 24 Ghanta Impact: বানারহাটে প্রাথমিক স্কুলে প্রক্সিকাণ্ডে প্রধানশিক্ষক ও এসআই-কে শোকজ...

দাদার চাকরিতে বোন, মায়ের বদলে পড়াচ্ছেন ছেলে!! কীভাবে? , 'স্কুলে তদন্তকারী দল পাঠানো হচ্ছে। অভিযোগ সত্যি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে', জানালেন ডিআই শ্যামল চন্দ্র রায়। 

Updated By: Feb 13, 2023, 04:46 PM IST
Zee 24 Ghanta Impact: বানারহাটে প্রাথমিক স্কুলে প্রক্সিকাণ্ডে প্রধানশিক্ষক ও এসআই-কে শোকজ...

প্রদ্যুৎ দাস: জি ২৪ ঘণ্টার খবরের জের। জলপাইগুড়িতে প্রাথমিক স্কুলে প্রক্সিকাণ্ডে এবার শোকজের মুখে প্রধান শিক্ষিকা ও এসআই। সোমবারের মধ্যে কারণ দর্শাতে বলা হল তাঁদের। ডিআই শ্যামল চন্দ্র রায় জানালেন, 'স্কুলে তদন্তকারী দল পাঠানো হচ্ছে। অভিযোগ সত্যি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে হাইকোর্টে। স্রেফ শিক্ষকরাই নন, এসএসসি-র গ্রুপ ডি পদেও যখন ১৯১১ জনের  চাকরি বাতিল নির্দেশ দিয়েছে আদালত, তখন আজবকাণ্ড জলপাইগুড়িতে। বানারহাট ব্লকে পূর্ব গয়েরকাটা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক বদলে নাকি পড়াচ্ছেন তাঁদের আত্মীয়রা! এমনকী, বেতনও নিচ্ছেন! কীভাবে? জি ২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসল জেলা শিক্ষা দফতর।

আরও পড়ুন: Kharagpur: পড়ে থেকে ধুলো পড়ছে লক্ষ লক্ষ টাকার মেশিনে, ১২ বছরেও শুরু হলনা খড়গপুরের ট্রমা কেয়ার

ঘটনাটি ঠিক কী?  পূর্ব গয়েরকাটা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক মণি পাল বোস। কিন্তু তাঁর জায়গায় স্কুলে আসছেন ছেলে প্রীতম বোস।  সুদীপ্তকুমার দে আবার স্থায়ী শিক্ষক। তাঁর হয়ে 'প্রক্সি' দিচ্ছেন বোন রূপা দে। গত শনিবার ভুয়ো শিক্ষকের অভিযোগ শুনে সাংবাদমাধ্যমে প্রতিনিধিদের দিকে তেড়ে এসেছিলেন স্কুলের প্রধানশিক্ষিকা সঞ্চারী গঙ্গোপাধ্যায়। অভিযোগ অস্বীকার করেছিলেন ধূপগুড়ি ওয়েস্ট সার্কেলের এসআই রাজদীপ সরকারও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.