বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ গোটা রাজ্য, পূর্বাভাস হাওয়া অফিসের
পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যজুড়ে।
নিজস্ব প্রতিবেদন: ফের বৃষ্টির ভ্রুকুটি। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যজুড়ে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে। সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেও।
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।