Joynagar Murder: গ্রামে ফিরতে পারবেন কবে? জয়নগর থানায় ঘরছাড়ারা

'পুলিস যদি ব্য়বস্থা না নেয়, তাহলে ২৭ তারিখ আমরা ওখানে জমায়েত করব', হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্য়ায়।  

Updated By: Nov 14, 2023, 08:29 PM IST
Joynagar Murder: গ্রামে ফিরতে পারবেন কবে? জয়নগর থানায় ঘরছাড়ারা

পিয়ালী মিত্র: গ্রামে ফিরতে পারবেন কবে? জয়নগর থানায় ঘরছাড়ারা। 'পুলিস যদি ব্যবস্থা না নেয়, তাহলে ২৭ তারিখ আমরা ওখানে জমায়েত করব', হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:  Joynagar Murder: জয়নগরে তৃণমূল নেতার হত্যাকাণ্ডের পেছনে 'বড়ভাই'! কী বলল ধৃত শাহরুল

একদিন পার। আজ, মঙ্গলবার ঘরছাড়া সঙ্গে নিয়ে জয়নগরে পৌঁছয় বাম প্রতিনিধি। কিন্তু গ্রাম তখনও ৪ কিমি দুরে। স্থানীয় হাজি মোড়ে সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, শমীক লাহিড়িদের আটকে দেয় পুলিস। কেন? শুরু হয় ধস্তিধস্তি। আহত হন কান্তি গঙ্গোপাধ্যায়।

তারপর? ঘরছাড়া সঙ্গে নিয়ে জয়নগর থানায় যায় বাম প্রতিনিধিদল। বারুইপুরের এসডিপিও-র সঙ্গে কথা বলেন তাঁরা। কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, 'যাঁরা খুনি, শাস্তি চাই। আবার পিটিয়ে মারা হয়েছে, এটা আইন হাতে নেওয়া। তাঁরা অপরাধী। ঘরবাড়ি ভেঙেছে। আগুন দিয়েছে, তারাও অপরাধী। এদের সমস্ত ব্যবস্থা আপনাদের, দায়িত্ব নিয়ে...যাঁরা প্রকৃত দোষী, তাঁদের গ্রেফতার করুন। দোষীদের শাস্তি হোক। আর যাঁদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, সরকারের নৈতিক দায়িত্ব এদের ঘরবাড়ি,ত্রাণ এই সমস্ত দেওয়া। আমরা বলেছি এইসব কথাগুলি'। সঙ্গে হুঁশিয়ারি,'আমরা ২৭ তারিখ এখানে জমায়েত করব যদি ব্যবস্থাগুলি না নেয়'।

আরও পড়ুন:  Joynagar Murder | Naushad Siddiqui : 'ওদের বাড়ি-ঘর পুড়ে গিয়েছে, গুলিতে মরেছে, আপনি হাসছেন'!

রাতে দক্ষিণ বারাসতে সিপিএম কার্যালয়ে থাকবেন ঘরছাড়ারা। সুজন চক্রবর্তী বলেন, যাঁরা আমাদের আশ্রয়ে আছেন, বাড়ি ছেড়ে যাঁদের চলে আসতে হয়েছে, খোলা আকাশের তলায় যাঁরা ছিলেন তাঁরা কালকে বাড়ি ফিরবেন। বাড়ি ফেরাটা উচিত। আজকেই বাড়ি ফেরা উচিত ছিল.. যাই হোক। আমাদের লোকেরা থাকবেন, ওদের বাড়ি পৌঁছে দেবেন। প্রশাসন যা করার, করবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.