Hooghly News: আদিবাসী মহিলার প্রাপ্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

উত্তম, শিবুদের কি শুধু সন্দেশখালিতেই বিচরণ। নাহ বাংলার আনাচে কানাচে এরকম আরও উত্তম, শিবুরা যে অবাধে বিচরণ করে চলেছেন তা তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতে কান পাতলেই শোনা যায় তৃণমূল নেতা সাইদুল ,মনিরুল দের অত্যাচারের কাহিনী।

Updated By: Feb 22, 2024, 07:16 PM IST
Hooghly News: আদিবাসী মহিলার প্রাপ্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদিবাসী মহিলার ভাগ রেকর্ড ভুক্ত প্রাপ্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। দিনের পর দিন দুই তৃণমূল নেতার অত্যাচারের কথা প্রকাশ্যে আনলেন তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের মাল পাহাড় পুর গ্রামের এক আদিবাসী মহিলা। বিগত কয়েকদিন ধরেই সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদ প্রতিরোধ শুনে একটু সাহস জুগিয়েছে মনে। এবার নিজের প্রাপ্য আদায়ে সরব হলেন ওই আদিবাসী মহিলা। পাশাপাশি দাবি জানালেন, অভিযুক্তদের কঠোর শাস্তির।

আরও পড়ুন, Crime: ডেকে এনে স্ত্রীকে কোপাল দ্বিতীয় পক্ষের স্বামী... আমবাগানে উদ্ধার অর্ধনগ্ন মহিলা!

উত্তম, শিবুদের কি শুধু সন্দেশখালিতেই বিচরণ। নাহ বাংলার আনাচে কানাচে এরকম আরও উত্তম, শিবুরা যে অবাধে বিচরণ করে চলেছেন তা তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতে কান পাতলেই শোনা যায় তৃণমূল নেতা সাইদুল ,মনিরুল দের অত্যাচারের কাহিনী। দুই তৃণমূল নেতার ভয়ে কারও মুখ খোলার সাহস হয়নি। এতদিন তবে এবার মুখ মূলতে শুরু করেছেন অনেকেই।

নাইটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাগ রেকর্ড ভুক্ত বিঘা তিনেক জমি চাষ আবাদ করে সংসার চালাতেন বাদলি টুডু। স্বামী শ্রীকান্ত টুডু মারা গেছেন বছর তিনেক আগে। শাশুড়ি বিদেশিনী টুডুর নামেই তিন বিঘা জমি ছিল ভাগ রেকর্ড ভুক্ত। শাশুড়ির মৃত্যুর পর চাষ আবাদ করতেন বাদলি টুডু ও তার দুই ছেলে। চাষ আবাদের পাশাপাশি দিন মজুরের কাজ করে চলতো সংসার। অভিযোগ কয়েক বছর আগে সেই জমি মালিকের কাছ থেকে জমি কিনে নেন স্থানীয় তৃণমুল নেতা শেখ সাইদুল। জমি কেনার ক্ষেত্রও বেনিময়ম হয়েছে বলে অভিযোগ।

যদিও জমি কেনার সময় বাদলি টুডুকে নিয়ম অনুযায়ী প্রাপ্য ভাগ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা পেশির জোরে কথার খেলাপ করেন সাইদুল মোল্লা। বার বার সাইদুলের বাড়িতে গিয়ে প্রাপ্য জমির ভাগ চাইতে গেলে বার বারই হেনস্থা করা হয় বাদলি টুডুকে। এমনকি গত বছর ১০ নভেম্বর বাদলি টুডু প্রাপ্য আদায়ের দাবিতে সাইদুল মোল্লার বাড়িতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ বাদলি টুডুর। শুধু সাইদুল মোল্লাই নয় তার সঙ্গে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল ও তার দলবল বাদলি টুডুকে হেনস্থা, মারধর এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

এরপরই বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে কোনও ফল না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হন বাদলি টুডু। গত বছর ১৩ ই ডিসেম্বর তারকেশ্বর থানা-সহ জেলা প্রশাসনের কাছে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বাদলি টুডু।  থানায় অভিযোগ হয়েছে জানতে পেরে আবারও বাদলি টুডুর বাড়িতে হামলা চালায় সাইদুল,মনিরুলের দলবল। 

ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছিল বাদলি টুডু ও তার পরিবারের। তবে এবার সাহস জুগিয়েছে সন্দেশখালি। প্রাপ্য জমি আদায়ের দাবিতে এবং সাইদুল, মনিরুলের কঠোর শাস্তির দাবি করেছেন বাদলি টুডু। অন্যদিকে, এলাকার বাসিন্দাদের অভিযোগ দুই তৃণমূল নেতার ভয়ে কেউ মুখ খুলতে পারেন না। দুই তৃণমূল নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। তৃণমূল নেতা বলেই অন্যায় করে পার পেয়ে যাচ্ছে দিনের পর দিন। তাদের বিরুদ্ধে কথা বললেই রাতের অন্ধকারে নেমে আসবে অত্যাচার।

যদিও অভিযুক্ত দুই তৃণমূল নেতার মধ্যে পঞ্চায়েত উপ প্রধান শেখ মনিরুল বলেন, তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এটা চক্রান্ত হতে পারে বলে দাবি করেন তিনি। তার আরও দাবি এলাকায় সন্ত্রাস করে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হোক তার বিরুদ্ধে। অন্যদিকে, আর এক অভিযুক্ত তৃণমূল নেতা সাইদুল মোল্লার বাড়িতে গিয়েও দেখা মেলেনি ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।

যদিও দুই তৃণমূল নেতার অভিযোগ প্রসঙ্গে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, তৃণমূল সরকার এই ধরণের ঘটনা বরদাস্ত করে না,আইন আইনের পথে চলবে অন্যায় করে কেউ পরিত্রাণ পাবে না। পুলিস প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন, Sandeshkhali | Sukanta Majumder: যোগীর উত্তরপ্রদেশে মডেল, 'দেখে নেব ওদের...' হুমকি সুকান্তের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.