Hooghly: কোন মন্ত্রে হু হু করে কমল আনাজের দাম? কোথায়, কখন পাওয়া যাচ্ছে স্বল্পমূল্যের এই সব্জি?

Hooghly: কাঁচা আনাজের দাম কমাতে বাজারে-বাজারে নজরদারির পরে এবার ক্রেতাদের সুরাহা দিতে কাঁচা আনাজ বিক্রি শুরু করল জেলা প্রশাসন। হুগলি জেলা শাসকের দফতরের সামনে গাড়ি করে সব্জি বিক্রি শুরু হয়। কম দামে আনাজ পেয়ে খুশি ক্রেতারাও।

সৌমিত্র সেন | Updated By: Jul 12, 2024, 09:23 PM IST
Hooghly: কোন মন্ত্রে হু হু করে কমল আনাজের দাম? কোথায়, কখন পাওয়া যাচ্ছে স্বল্পমূল্যের এই সব্জি?

বিধান সরকার: 'সুফল বাংলা'য় স্বল্পমূল্যেই সব্জি বিক্রি করা হয়। তবে এবার 'সুফল বাংলা'র চেয়েও দু'টাকা করে কমেই বিক্রি করা হল আনাজপত্র। সৌজন্য, হুগলি জেলা প্রশাসন। খোলা বাজারের থেকে বেশ খানিকটা কমেই কাঁচা আনাজ বিক্রি করল তারা। ফলে স্পষ্টতই খুশি ক্রেতারা। কাঁচা আনাজের দাম কমাতে বাজারে-বাজারে নজরদারির পরে এবার ক্রেতাদের সুরাহা দিতে এভাবেই কাঁচা আনাজ বিক্রি শুরু করল জেলা প্রশাসন। হুগলি জেলা শাসকের দফতরের সামনে গাড়ি করে সব্জি বিক্রি শুরু হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Jalpaiguri: ভরা বর্ষায় ভয়ংকর ঘটনা! ভেঙে পড়ল সেতু-সংলগ্ন অ্যাপ্রোচ রোড...

হুগলি জেলা উদ্যান পালন দফতরের কৃষি ফার্ম রয়েছে। সেখানেই নানা ধরনের সব্জি চাষ হয়। পালংশাক, পেঁপে, বেগুন, বরবটি, ক্যাপসিকাম, টমেটো, শশা, ধনেপাতা উৎপাদন হয় সময় অনুযায়ী। বর্ষায় পলি হাউসে সব্জি চাষ হচ্ছে। এছাড়া অন্যান্য সব্জি সরাসরি চাষিদের থেকে কিনেও বিক্রি করা হচ্ছে। আর বাজারে সব্জির যা দাম তার থেকে বেশ কিছুটা কম দামেই বিক্রি করা হচ্ছে এখানকার সব্জি।

কোন আনাজের কত দাম?

আরও পড়ুন: Samvidhaan Hatya Diwas: এবার থেকে প্রতি '২৫ জুন' 'সংবিধানহত্যা দিবস' হিসেবে পালিত হবে! বড় ঘোষণা কেন্দ্রের...

পটল, ঝিঙে, কুমড়ো, পেঁপে ৩০ টাকা করে কিলো। পালংশাক কিলো ৪০ টাকা, শশা ৫০ টাকা। বেগুন ৮০ টাকা কিলো। আলু ২৮ টাকা, পিঁয়াজ ৩৮ টাকা কিলো।

জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক ড. শুভদীপ নাথ জানান, 'সুফল বাংলা'র থেকে কিলো প্রতি দু টাকা কম দামে বিক্রি করা হচ্ছে সমস্ত আনাজ। কৃষি দফতর, উদ্যান পালন দফতর, কৃষি বিপণন দফতর ও সমবায় দফতরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড (এফপিসি)-এর মাধ্যমে সব্জি বিক্রি করা হয়। চাষিদের কাছ থেকে সরাসরি কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করায় ফড়েদের কমিশন থাকছে না, ফলে কম দামে দিতে পারা যাচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত এভাবে বিক্রি হবে এই সব্জি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.