অশান্তির জের, গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিস।
নিজস্ব প্রতিবেদন: গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার রঘুনাথপুর গ্রামে। মৃতার নাম কৃষ্ণা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ কৃষ্ণা বাড়ির দরজা জানালা বন্ধ করে দিয়ে গায়ে আগুন দেয়, চিৎকার-চেঁচামেচিতে পাড়ার লোকজন এসে তালা ভেঙে উদ্ধার করে কৃষ্ণাকে। প্রথমে নাইয়ার হাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর সেখান থেকে ডায়মন্ড হারবার এবং শেষে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কৃষ্ণাকে মৃত বলে ঘোষণা করে ।
আরও পড়ুন: পুকুর থেকে উদ্ধার ৪ বছরের শিশুর মৃতদেহ
সূত্রের খবর, প্রায় তিন বছর আগে কুলপি থানায় করঞ্জলির ট্যাংরার চরের কৃষ্ণার সঙ্গে রঘুনাথপুরের পরেশ হালদারের বিয়ে হয়। কৃষ্ণা ও পরেশের এক বছরের একটি কন্যা সন্তানও আছে। স্থানীয় সূত্রে খবর, পরেশ ও কৃষ্ণার মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। গত বুধবার কৃষ্ণা ও তাঁর স্বামীর বচসা বাঁধলে লক্ষীকান্ত পুরে বাবা-মা-এর কাছে চলে আসে কৃষ্ণা। পরের দিন ফের শ্বশুর বাড়িতে ফিরে যায় সে। কৃষ্ণার পরিবারের অভিযোগ, প্রায়শই নির্যাতিত হতো কষ্ণা। আগুনের ঘটনাকে পরিকল্পিত খুন বলেই অভিযোগ মৃতার পরিবারের।
ঘটনার এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিস।