কলেজ পড়ুয়া প্রেমিকের আত্মহত্যার খবর শুনে আত্মঘাতী গৃহবধূ প্রেমিকাও

Updated By: Oct 28, 2017, 05:58 PM IST
কলেজ পড়ুয়া প্রেমিকের আত্মহত্যার খবর শুনে আত্মঘাতী গৃহবধূ প্রেমিকাও

নিজস্ব প্রতিবেদন : রাতভর ফোনে কথা কাটাকাটি, মনোমালিন্য। কলেজ পড়ুয়া ও গৃহবধূর প্রেমে চিড়। শেষমেশ আত্মঘাতী দুজনেই।

মগরাহাটের কামারপুকুর গ্রামের বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র গুরুপদ নস্কর। শনিবার সকালে বাড়ি থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কললিস্ট ঘেঁটে দেখা যায় যুবকের মোবাইলে স্থানীয় গৃহবধূ সুস্মিতা সরকারের ২৪টি মিসড কল রয়েছে। দেখা যায়, রাত ১২টা পর্যন্ত কথা হয়েছে দুজনের। কিন্তু তারপর থেকেই ওই গৃহবধূর ফোন আর রিসিভ করেননি কলেজ পড়ুয়া গুরুপদ নস্কর। পুলিসের অনুমান, মন কষাকষির জেরেই আত্মঘাতী হয়েছে যুবক। স্থানীয় বাসিন্দাদেরও অনুমান মন কষাকষির জেরেই এই পরিণতি।

ঘটনাটি নাটকীয় মোড় নেয় দুপুরে। কলেজ পড়ুয়ার মৃত্যুর খবর পেয়েই নিখোঁজ হয়ে যান গৃহবধূ। দুপুর আড়াইটে নাগাদ বাড়ি থেকে গৃহবধূরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কর্মসূত্রে গৃহবধূর স্বামী বাইরে থাকন। মহিলার চার বছরের একটি সন্তান রয়েছে। বাসিন্দাদের অনুমান, দুজনের মধ্যে বিবাহ বর্হিভূত সম্পর্ক তৈরি হয়েছিল মাসখানেক আগেই। প্রেমে বনিবনা না হওয়াতেই এই চরম পরিণতি হয় বলে মনে করছেন বাসিন্দারা।

আরও পড়ুন, নাগরাকাটার চা বাগানে শিশু খুনের পিছনে সন্দেহ কাপড় চোরদের

.