৫০ জন দর্শক নিয়ে কীভাবে অনুষ্ঠান! চিন্তায় শিল্পীমহলের একাংশ

তবে কোভিডের জন্য ৫০ জনের বেশি জমায়েত হবে না। এমনটাই নির্দেশিকা দিয়েছেন মুখ্যামন্ত্রী। তবে এতে কিছুটা চিন্তিত বাংলার শিল্পীমহলের একাংশ। 

Updated By: Sep 29, 2020, 10:40 PM IST
৫০ জন দর্শক নিয়ে কীভাবে অনুষ্ঠান! চিন্তায় শিল্পীমহলের একাংশ
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: নিউ নর্মালে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সুরক্ষাবিধি মেনেই শিথিল করা হচ্ছে নিষেধাজ্ঞা। কাজেই ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে কোভিডের জন্য ৫০ জনের বেশি জমায়েত হবে না। এমনটাই নির্দেশিকা দিয়েছেন মুখ্যামন্ত্রী। তবে এতে কিছুটা চিন্তিত বাংলার শিল্পীমহলের একাংশ। 

আরও পড়ুন: রাহুলকে কি 'ছাঁটাই'? ১ অক্টোবর অমিতের বৈঠকে এখনও আমন্ত্রণ নেই

বেঙ্গল মিউজিশিয়ান রিলিফ ফান্ডের পক্ষ থেকে আজ এক সাংবাদিক বৈঠক করা হয়। তাঁরা বলেন, বিভিন্ন  শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ এখন আর্থিক সঙ্কটের কবলে। তাই বিষয়টি নিয়ে  সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আজি জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে  ৯ অক্টোবর থেকে টানা ৩৬ ঘণ্টা ডিজিটাল কনসার্ট করা হবে বলেও জানিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে উল্লেখ্য,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর সময় কালচারাল প্রোগ্রামে নিষেধাজ্ঞা রয়েছে। জানানো হয়ছে ওই সময়ে কোনও অনুষ্ঠান করতে পারবেন না পুজো কমিটিগুলো।

.