মেয়রের আশ্বাসের পরেও দুশ্চিন্তায় হাওড়াবাসীরা

Updated By: Sep 10, 2017, 08:34 PM IST
মেয়রের আশ্বাসের পরেও দুশ্চিন্তায় হাওড়াবাসীরা

ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র কটা দিন। তারপই ঢাকে পড়বে কাঠি। অথচ খানাখন্দ ভরা ইস্ট ওয়েস্ট বাইপাস দুশ্চিন্তা বাড়িয়েছে হাওড়াবাসীর। পুজোর আগে কি হাল ফিরবে রাস্তার? প্রশ্ন স্থানীয়দের।

দুই কাউন্সিলরের টানাপোড়েনে ছোট্ট শিশুর অকালমৃত্যু

রাস্তায় বড় বড় গর্ত। জলে ভরা। ডোবা না রাস্তা, বোঝা দায়। সেই রাস্তায় প্রাণ হাতে করে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাও নিত্য দিনের ঘটনা। বেহাল রাস্তায় ক্ষতি হচ্ছে গাড়িরও। পরিস্থিতি মোকাবিলায় কোথাও কোথা ইট ফেলে মেরামতির চেষ্টা করছে পুর নিগম। কিন্তু দুদিন পরেই ফের বেরিয়ে পড়ছে কঙ্কাল। ফলে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা। মেয়রের আশ্বাসেও স্বস্তি নেই বাসিন্দাদের।

জমি না পেয়ে মাকে ‘মার' ছেলের

.