নজরকাড়া প্রতিমা এবং থিমে সেজে উঠেছে হাওড়ার মণ্ডপ

Updated By: Sep 24, 2017, 08:10 PM IST
নজরকাড়া প্রতিমা এবং থিমে সেজে উঠেছে হাওড়ার মণ্ডপ

ওয়েব ডেস্ক: হাওড়ার দেউলটি নাচক শীতলা মন্দিরের প্রতিমা সোলার সাজে সাবেকি। মুগ, মুসুর রাজমা, চাল, এলাচ, অভ্র ও কাজু দিয়ে সোলার ওপর সৌখিন কাজে সেজে উঠেছে মণ্ডপ। সঙ্গে আলোর কারসাজি। 

হাওড়ার সদানন্দ স্মৃতি সঙ্ঘে বৈষ্ণোদেবীর মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। একচালা ডাকের সাজের প্রতিমা।

বীরভূমের উত্তর থেকে দক্ষিণে থিমের লড়াই

হরেক কিসিমের বাঁশ দিয়ে সেজে উঠেছে হাওড়ার কামারডাঙা শীতলাতলা বারোয়ারির মণ্ডপ। বাঁশের ওপর খোদাই করা কারুকাজ। ঠিক যেন পর্ণকুটির। আলো-আঁধারির মায়াবি পরিবেশ মণ্ডপের ভিতর। শহর থেকে আরও অনেক দূরে...

সালকিয়া আলাপনীর ৭০তম বর্ষ। থিম রামায়ণ। নারী নির্যাতন রুখতে রামায়ণ থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। সেকথা মাথায় রেখে রামায়ণের ৩টি পর্ব ফুটিয়ে তুলেছে সালকিয়া আলাপনী। সীতাহরণ, সেতুবন্ধন ও লঙ্কাদমন। 

৬৮ বছরে পা দিল বেলুড়ের বিবেকানন্দ সম্মিলনী। এবারের থিম ইন্দ্রলোকে নবরাত্রি। বিভিন্ন ধরনের নজরকাড়া প্রতিমা।   

.