আমফান মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন, কন্ট্রোলরুম চালু করল হাওড়া পুরনিগম

আমফান  ঘূর্ণিঝড় মোকাবিলায় হাওড়া পুরনিগম ১০টি সিদ্ধান্ত নিয়েছে।

Updated By: May 19, 2020, 11:10 AM IST
আমফান মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন, কন্ট্রোলরুম চালু করল হাওড়া পুরনিগম

নিজস্ব প্রতিবেদন : করোনা আবহের মধ্যেই ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আমফানের দাপটে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ১৩০ কিমি বেগে ঝড় বইতে পারে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। 

আবহাওয়া দফতর যেমন প্রতি মুহূর্তে আপডেট জানাচ্ছে, তেমনই  আমফান সতর্কতায় ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। দিঘা, হলদিয়া, সুন্দরবন এলাকায় অন্যত্র নিরাপদ স্থানে সরানো হচ্ছে বাসিন্দাদের। একইরকমভাবে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ হাওড়া পুরনিগমও। 

আমফান  ঘূর্ণিঝড় মোকাবিলায় হাওড়া পুরনিগম ১০টি সিদ্ধান্ত নিয়েছে। কী কী? চলুন জেনে নেওয়া যাক-

১) ২৪ ঘন্টা চালু থাকবে হেল্পলাইন নম্বর: 033-2637-1735

২) সমস্ত বোরো অফিস ও বালি সাব-অফিসগুলিতে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হচ্ছে।

৩) সমস্ত বোরো অফিস এবং বালি সাব-অফিসগুলিতে বিপর্যয় মোকাবিলা পরিচালনার দল তৈরি করা হয়েছে।

৪) সমস্ত বিপজ্জনক গাছ, ভবন এবং হোর্ডিংসে নজর রাখবে বিপর্যয় মোকাবিলা দল।

৫) ফেসবুক এবং টুইটারের মাধ্যমে যোগাযোগ রাখা হবে।

৬) পর্যাপ্ত গ্যাস কাটারের ব্যবস্থা করা হয়েছে।

৭) জল পাম্প করার জন্য বিশেষ পাম্পের ব্যবস্থা করা হয়েছে।

৮) প্রয়োজনে মানুষজনকে সরানোর জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলি ঠিক করা হয়েছে।

৯) ত্রাণ এবং খাদ্য উপকরণ জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

১০) সংবেদনশীল এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন, তীব্র গতিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর আমফান, ঘণ্টায় ১৯৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে বাংলার বুকে

.