প্রতি ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত গড়ে ১, আক্রান্ত ৩৫০
চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়াল। মোট আক্রান্ত ৮৪১৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ (second wave of Covid-19)। প্রতিদিনই সংক্রমণে রেকর্ড গড়ছে রাজ্য। রবিবার বাংলায় ফের দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়াল। চব্বিশ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪১৯ জন। একদিনে মৃত্যু হয়েছে আঠাশ জনের।
রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতায়। শেষ চব্বিশ ঘণ্টায় শহরে করোনা আক্রান্তের সংখ্যা ২১৯৭ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগণা। সেখানে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮৬০ জন। রাজ্যে সুস্থতার হার ৯০,৮৮ শতাংশ। প্রতি ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত গড়ে ১ জন, ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন ৩৫০ জন।
রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ লক্ষ ৫১ হাজার ৫০৮ জন। আতঙ্ক বাড়ছে সকলের। এহেন পরিস্থিতিতে রবিবারই কোভিড প্রোটোকল প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর। বাংলায় ভোট উৎসবের মাঝেই করোনার এমন রূপ আতঙ্কের সৃষ্টি করছে সবদিকে। উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। তা সত্ত্বেও উদাসীন কিছু মানুষ। এখনও অনেকের মুখে নেই মাস্ক, মানছেন না করোনা বিধি। হুঁশ ফিরুক রাজ্যবাসীর, আতঙ্ক নয়, সজাগ, সতর্ক হোন সকলে, আর্জি চিকিৎসকদের।