Lockdown 4.0: চতুর্থদফায় সংক্রমণের ভিত্তিতে জোন ভাগ করবে রাজ্যই, অনুমতি কেন্দ্রের
রেড, গ্রিন, অরেঞ্জ জোন ঠিক করবে রাজ্য সরকার
নিজস্ব প্রতিবেদন: আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে লকডাউন ৪। ৩১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর পাশাপাশি ট্রেন, বিমান, শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতই বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংক্রমণের ভিত্তিতে জোন ভাগ করায় অগ্রাধিকার রাজ্যকে। সংশ্লিষ্ট রাজ্যই ঠিক করবে রেড, অরেঞ্জ ও গ্রিন জোন। দেখে নেওয়া যাক, লকডাউন ফোরে আর কী কী সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রেড, গ্রিন, অরেঞ্জ জোন ঠিক করবে রাজ্য সরকার
সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নাইট কারফিউ
কনটেনমেন্ট জোনে শুধুমাত্র জরুরি পরিষেবা
রাজ্য সরকার চাইলে অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য বাস চলতে পারে
সংশ্লিষ্ট রাজ্যের অনুমতিতে চলতে পারে গণপরিবহণ
যে কোনও জায়গায় যাতায়াতে ছাড় স্বাস্থ্যকর্মীদের
সবরকম পণ্য পরিবহণে অনুমতি দিতে হবে রাজ্যকে
অফিসে দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে
শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা অনলাইনে চলবে
অন্যদিকে
বন্ধ থাকবে ট্রেন চলাচল, মেট্রো পরিষেবা
অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে
বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান
বন্ধ থাকবে সব স্কুল কলেজ, কোচিং সেন্টার
হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে
সিনেমা হল, শপিং মল, জিম, সুইমিং পুল বন্ধ
জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না
বন্ধ থাকবে সমস্ত সামাজিক, রাজনৈতিক কর্মসূচি
বন্ধ সমস্ত ধর্মীয় স্থান ও ধর্মীয় অনুষ্ঠান
সমস্ত মিটিং, মিছিল, জমায়েত বন্ধ