সুন্দরবনে বাঘের কবলে মৎসজীবী, প্রাণপন বাঁচার লড়াই করেও শেষরক্ষা হল না

 ওই এলাকারই বাসিন্দা রেজাউল গাজী সুন্দরবনের খাড়িতে মাছ ধরতে যান। জানা গিয়েছে ওই দলে চারজন ছিলেন। যদিও বাকিরা ফিরে এসেছেন। 

Updated By: Sep 4, 2020, 04:56 PM IST
সুন্দরবনে বাঘের কবলে মৎসজীবী, প্রাণপন বাঁচার লড়াই করেও শেষরক্ষা হল না
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎসজীবীর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা অঞ্চলের পারঘুমটি গ্রামে। ওই এলাকারই বাসিন্দা রেজাউল গাজী সুন্দরবনের খাড়িতে মাছ ধরতে যান। জানা গিয়েছে ওই দলে চারজন ছিলেন। যদিও বাকিরা ফিরে এসেছেন। 

আরও পড়ুন: মত্ত শেয়ালের তাণ্ডবে তুলকালাম মেদিনীপুরে, প্রাণে বাঁচতে পিটিয়ে মারল গ্রামবাসী

গত তিনদিন আগেই মাছ ধরতে মাছ ধরতে গিয়েছিল তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন ভোরবেলা ঝিলা নদীর পাশে মরিচঝাঁপি এল কায় চিংড়ি মাছ ধরার জাল ফেলা হয়। সেই সময়েই বাঘ ঝাঁপিয়ে পড়ে রেজাউল গাজী নামে ওই মৎসজীবীর ওপর। আক্রান্ত  অবস্থাতেও বাঁচার জন্য প্রাণপন লড়াই চালিয়ে যান ওই মৎসজীবী।

তবে শেষমেশ হাল ছাড়তে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত লড়াই করে না পেরে সেখানে মারা যান রেজাউল। নৌকায় তাঁর সঙ্গীরা রীতিমত লড়াই  করে বাঘের কবল থেকে রেজাউলকে উদ্ধার করলেও তাঁকে বাঁচানো যায়নি। সঙ্গীরা তাঁর দেহ ফিরিয়ে নিয়ে আসে ।

.