চালক-টিটি-নিরাপত্তারক্ষী সবাই মহিলা, নারী দিবসে মালদা থেকে ছুটল প্যাসেঞ্জার ট্রেন
রবিবার বিকেল ৩ টা নাগাদ দুই ট্রেন চালক পিয়ালী রায় এবং পিয়াসা দত্ত ট্রেন নিয়ে রওনা দিলেন
নিজস্ব প্রতিবেদন: লালবাতিটা সবুজ হতেই হুইসেল পড়ল। সবুজ পতাকা নাড়ানো হল। ছুটল ট্রেন। এসব তো প্রতিদিনই হয়। কিন্তু তখন খবর হয় না। আজ হল। কেননা আজ নারী দিবস।
আরও পড়ুন-পরিকল্পনা ছিল রাজধানীতে আত্মঘাতী হামলার, জমিয়ানগর থেকে আটক কাশ্মীরি দম্পতি
রবিবার মালদা-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেনটির চালক থেকে টিকিট পরীক্ষক-সহ নিরাপত্তারক্ষী সবাই নারী। পূর্ব রেলের মালদা ডিভিশন এমন ভাবেই নারী দিবস পালন করলেন। ট্রেনের নির্দিষ্ট সময়সূচি মেনে ট্রেনটি ছুটল। আর নির্দিষ্ট সময়ে তাঁর গন্তব্য বর্ধমান জংশনে পৌঁছাল।
পুরুষদের থেকে কোনো অংশে কম নয় মহিলারা। মহাকাশ থেকে পর্বত শৃঙ্গ এমন কি যুদ্ধ ক্ষেত্র থেকে বাড়ির রান্না ঘর সর্বত্র সামাল দিচ্ছেন মহিলারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এবার কেবলমাত্র মহিলা পরিচালিত ট্রেন ছুটল মালদা থেকে বর্ধমান পর্যন্ত।
আরও পড়ুন-ISL 2019-20: যুবভারতীতে বেঙ্গালুরুকে বদলার ম্যাচে হারিয়ে ফাইনালে উঠল এটিকে
রবিবার বিকেল ৩ টা নাগাদ দুই ট্রেন চালক পিয়ালী রায় এবং পিয়াসা দত্ত ট্রেন নিয়ে রওনা দিলেন। ট্রেনের গার্ড রঞ্জু ওঁরাও ফ্ল্যাগ নেড়ে চালককে সংঙ্কেত দেন। উত্তরবঙ্গে এই প্রথম কোন ট্রেন কেবল মাত্র মহিলাদের দ্বারা পরিচালনা করা হল।