পাহাড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা, নিষেধাজ্ঞা নিউজ চ্যানেল সম্প্রচারে

২৭ জুন পর্যন্ত পাহাড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। নিউজ চ্যানেল সম্প্রচারের ওপরও জারি হচ্ছে নিষেধাজ্ঞা। জানিয়ে দিলেন দার্জিলিংয়ের জেলাশাসক জয়সী দাশগুপ্ত। জেলাশাসকের অফিস থেকে দেওয়া নোটিসে বলা হয়েছে, ২৭ তারিখ পর্যন্ত পাহাড়ে নিউজ চ্যানেল সম্প্রচার করা যাবে না। এইমর্মে  MSO-দের নির্দেশও দেওয়া হয়েছে। আর সরকারের এই সিদ্ধান্তে চরম সমস্যায় পাহাড়ের মানুষ। স্কুল-কলেজ ভর্তি হোক বা অফিসের কাজ। ইন্টারনেট বন্ধ থাকায় স্তব্ধ সবই।

Updated By: Jun 23, 2017, 12:43 PM IST
পাহাড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা, নিষেধাজ্ঞা নিউজ চ্যানেল সম্প্রচারে

ওয়েব ডেস্ক : ২৭ জুন পর্যন্ত পাহাড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। নিউজ চ্যানেল সম্প্রচারের ওপরও জারি হচ্ছে নিষেধাজ্ঞা। জানিয়ে দিলেন দার্জিলিংয়ের জেলাশাসক জয়সী দাশগুপ্ত। জেলাশাসকের অফিস থেকে দেওয়া নোটিসে বলা হয়েছে, ২৭ তারিখ পর্যন্ত পাহাড়ে নিউজ চ্যানেল সম্প্রচার করা যাবে না। এইমর্মে  MSO-দের নির্দেশও দেওয়া হয়েছে। আর সরকারের এই সিদ্ধান্তে চরম সমস্যায় পাহাড়ের মানুষ। স্কুল-কলেজ ভর্তি হোক বা অফিসের কাজ। ইন্টারনেট বন্ধ থাকায় স্তব্ধ সবই।

আরও পড়ুন- মোর্চার আন্দোলনে ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারের, হাইকোর্টে রিপোর্ট পেশ আজ

মোর্চার আন্দোলনে পাহাড়ে প্রায় দেড়শো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। নবান্নে এই রিপোর্ট জমা দিল দার্জিলিং ও কালিম্পং প্রশাসন। হাইকোর্টে এই হিসেবই জমা দিতে চলেছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, বনধের জেরে ৮ই জুন থেকে বিশে জুনের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই দেড়শো কোটি টাকার ক্ষতি হয়েছে পাহাড়ে।

.