Nandigram: সরিয়ে দেওয়া হল নন্দীগ্রামের IC-কে! বছর ঘোরার আগেই বড় সিদ্ধান্ত

মাত্র ৯ মাস আগে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

Updated By: Mar 11, 2022, 08:32 PM IST
Nandigram:  সরিয়ে দেওয়া হল নন্দীগ্রামের IC-কে! বছর ঘোরার আগেই বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন: পুরভোটের ফল ঘোষণার পর বিজেপির বনধের বিরুদ্ধে নাকি তিনি নিজেই ময়দানে নেমে পড়েছিলেন! বছর ঘোরার আগেই সরিয়ে দেওয়া  হল নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাসকে। তাঁর জায়গায় এলেন সুমন রায়চৌধুরী। পূর্ব মেদিনীপুরে তমলুক কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি।

শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। নির্বাচনী লড়াইয়ে বাজিমাত করেছিলেন শুভেন্দু। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আবার নন্দীগ্রাম থানার এলাকায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। তখন ওই থানার আইসি করা হয় তুহিন বিশ্বাসকে। মাত্র ৯ মাসের মাথায় বদলি হয়ে গেলেন তিনি। কোথায়? জেলা পুলিস সূত্রে খবর, হাওড়া জিআরপিতে বদলি করা হয়েছে তুহিনকে।

 

আরও পড়ুন: Magrahat: টিউশন পড়তে গিয়ে উধাও! ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, ধৃত ৩

এদিকে রাজ্যের ১০৮ পুরসভায় ভোট হয়ে গিয়েছে। একমাত্র নদিয়ার তাহেরপুরেই বোর্ড গড়েছে বামেরা। যেদিন ফল ঘোষণা হয়েছিল, সে রাতেই বদলি করে দেওয়া হয়েছিল তাহেরপুর থানার ওসি-কে।

আরও পড়ুন: North Dinajpur: ভয়ঙ্কর মর্মান্তিক! মায়ের ওষুধ 'জীবন কাড়ল' শিশুপুত্রের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.