সাতসকালেই দেখা মিলল কুয়াশার, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Feb 19, 2020, 08:54 AM IST
সাতসকালেই দেখা মিলল কুয়াশার, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়

নিজস্ব প্রতিবেদন: শীতের আমেজ ছাড়া তেমন কিছুই আর নেই। রাতে গরম, সকালে হালকা ঠান্ডাভাব। বুধবার সকাল হতেই কলকাতায় দেখা মিলল কুয়াশার সঙ্গে আংশিক মেঘলা আকাশের। তবে কুয়াশার দেখা মিললেও দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

আরও পড়ুন-বেসুরো বিনয় তামাং, গোর্খাল্যান্ডের দাবিতে বিজেপি সাংসদকে নিশানা করলেন GTA প্রধান     

এদিকে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে।

আরও পড়ুন-ছবি: বাড়িতে তাপস পালের দেহ, মমতা থাকবেন শেষকৃত্যে? ভাঙলেন না অরূপ 

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৫-৯৫ শতাংশ।

Tags:
.