Jhalda Murder: তপন কান্দু খুনে ৩ অভিযুক্তকে হেফাজতে পেল সিবিআই
প্রিজন ভ্য়ানে ওঠার সময় অভিযুক্তরা দাবি করেন তারা নির্দোষ। তাদের জোর করে, মারধর করে ওই মামলায় ফাঁসানো হয়েছে
নিজস্ব প্রতিবেদন: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে এবার সিবিআই হেফজতে ৩ অভিযুক্ত। ওই ঘটনায় সিট এর হাতে গ্রেফতার নরেন কান্দু, আশিক খান ও কলেবর সিংয়ে সিবিআই হেফাজত মঞ্জুর করল আদালত।
সিট-এর হাত থেকে ওই ৩ জনকে রিমান্ডে নেওয়া নিয়ে গত ৩ দিন ধরে টানাপোড়েন চলছিল। গতকাল তাদের হেফাজতে নেওয়ার আবেদন নিয়ে বিচারকের কোয়ার্টাসে যায় সিবিআই। সেখানে গিয়ে কোনও লাভ হয়নি। কারণ গতকাল আদালত বন্ধ ছিল।
সোমবার সকালে ফের ওই ৩ জনকে হেফজতে নেওয়ার আবেদন করে সিবিআই। কিন্তু তা গৃহীত হয়নি। ফিরে যান সিবিআই আধিকারিক ও আইনজীবীরা। এর কয়েক ঘণ্টার মধ্য়েই আদালতে ফের হাজির হন সিবিআইয়ের আইনজীবীরা। এর কিছুক্ষণের মধ্যেই হাজির হন বিচারক। আদালতে নিয়ে আসা হয় আশিক খান, নরেন্দ কান্দু ও কলেবর সিংকে। এর পরই তাদের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। নরেন কান্দু ও আশিক খানকে ৭ দিন ও কলেবর সিংকে ৫ দিনের সিবিআই রিমান্ডের নির্দেশ দেয় আদালত।
এদিকে, প্রিজন ভ্য়ানে ওঠার সময় অভিযুক্তরা দাবি করেন তারা নির্দোষ। তাদের জোর করে, মারধর করে ওই মামলায় ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন-জানিস মামার ছেলে পুলিস! সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মার নন্দীগ্রামে