Jhalda Murder: তপন কান্দু খুনে ৩ অভিযুক্তকে হেফাজতে পেল সিবিআই

প্রিজন ভ্য়ানে ওঠার সময় অভিযুক্তরা দাবি করেন তারা নির্দোষ। তাদের জোর করে, মারধর করে ওই মামলায় ফাঁসানো হয়েছে

Updated By: Apr 10, 2022, 04:31 PM IST
Jhalda Murder: তপন কান্দু খুনে ৩ অভিযুক্তকে হেফাজতে পেল সিবিআই

নিজস্ব প্রতিবেদন: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে এবার সিবিআই হেফজতে ৩ অভিযুক্ত। ওই ঘটনায় সিট এর হাতে গ্রেফতার নরেন কান্দু, আশিক খান ও কলেবর সিংয়ে সিবিআই হেফাজত মঞ্জুর করল  আদালত।

সিট-এর হাত থেকে ওই ৩ জনকে রিমান্ডে নেওয়া নিয়ে গত ৩ দিন ধরে টানাপোড়েন চলছিল। গতকাল তাদের হেফাজতে নেওয়ার আবেদন নিয়ে বিচারকের কোয়ার্টাসে যায় সিবিআই। সেখানে গিয়ে কোনও লাভ হয়নি। কারণ গতকাল আদালত বন্ধ ছিল।

সোমবার সকালে ফের ওই ৩ জনকে হেফজতে নেওয়ার আবেদন করে সিবিআই। কিন্তু তা গৃহীত হয়নি। ফিরে যান সিবিআই আধিকারিক ও আইনজীবীরা। এর কয়েক ঘণ্টার মধ্য়েই আদালতে ফের হাজির হন সিবিআইয়ের আইনজীবীরা। এর কিছুক্ষণের মধ্যেই হাজির হন বিচারক। আদালতে নিয়ে আসা হয় আশিক খান, নরেন্দ কান্দু ও কলেবর সিংকে। এর পরই তাদের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। নরেন কান্দু ও আশিক খানকে ৭ দিন ও কলেবর সিংকে ৫ দিনের সিবিআই রিমান্ডের নির্দেশ দেয় আদালত।

এদিকে, প্রিজন ভ্য়ানে ওঠার সময় অভিযুক্তরা দাবি করেন তারা নির্দোষ। তাদের জোর করে, মারধর করে ওই মামলায় ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন-জানিস মামার ছেলে পুলিস! সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মার নন্দীগ্রামে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.