'বাঙালিয়ানায় বাঁচি, টোপর পরে বিয়ে করেছি', 'বহিরাগত' ঘোচানোর চেষ্টায় Nadda
বিজেপি নেতারা বহিরাগত। বিজেপি ক্ষমতায় আসলে বাংলার সংস্কৃতি আস্ত থাকবে না। এই প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। তার পাল্টা এ দিন নিজেকে বাংলার জামাই হিসেবে তুলে ধরলেন নাড্ডা।
নিজস্ব প্রতিবেদন: কস্মিনকালেও বাংলায় এ জিনিস হয়নি! এবার ঠিক সেটাই হচ্ছে। কে খাঁটি বাঙালি? তা নিয়েই শুরু হয়ে গিয়েছে বিজেপি-তৃণমূলের দড়ি টানাটানি। শনিবার জেপি নাড্ডা (JP Nadda) সাংবাদিক বৈঠকে দাবি করলেন,'বাংলার সঙ্গে বিজেপির আবেগ জড়িত। দলের প্রথম সভাপতি এই বাংলারই সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি না থাকলে পশ্চিমবঙ্গ হত না। এক দেশ এক নিশান এক বিধানের জন্য আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ।' এর পাশাপাশি তিনি যে বাঙালি কন্যার স্বামী তাও মনে করিয়ে দিয়েছেন জেপি নাড্ডা (JP Nadda)। বলেন,'আমি নিজেই বাঙালি। টোপর পরে বিয়ে করেছি।'
বিজেপি নেতারা বহিরাগত (Outsider politics)। বিজেপি ক্ষমতায় আসলে বাংলার সংস্কৃতি আস্ত থাকবে না। এই প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল (TMC)। তার পাল্টা এ দিন নিজেকে বাংলার জামাই হিসেবে তুলে ধরলেন নাড্ডা। এর পাশাপাশি বাংলার সংস্কৃতির ধারক ও বাহক যে বিজেপিই তাও বোঝাতে চাইলেন। এ দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি (JP Nadda) বলেন,'বহু দেশভক্তের জন্ম হয়েছে এখানে। স্বাধীনতার লড়াই থেকে আধ্যাত্মিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলা। সাহিত্য, ভাষা ও সংস্কৃতিতে বাংলার অবদান স্বীকার করেছে গোটা দেশ। বাংলার সঙ্গে আমাদের আবেগ জড়িত। প্রথম সভাপতিই বাংলার সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এক দেশ এক নিশান এক বিধানের জন্য আত্মবলিদান দিয়েছেন তিনি। এখানকার ভাষা ও সংস্কৃতি আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছি।'
আরও পড়ুন- 'নিরপেক্ষ হোন', ভোটের আগে প্রশাসনিক কর্তাদের উপর চাপ বাড়ালেন Governor
বাংলার সংস্কৃতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আচরণ বেমানান বলেও অভিযোগ করেন নাড্ডা (JP Nadda)। তিনি বলেন,'ওদের সংস্কৃতি বাংলার নয়। কাটমানি তো বাংলার সংস্কৃতি নয়! তোলাবাজি তো বাংলার সংস্কৃতি নয়! তোষণ কি বাংলার সংস্কৃতি? চাল চোর, ত্রিপল চোর, সিন্ডিকেট, গরু পাচার, বালি মাফিয়া, কয়লা মাফিয়াদের দৌরাত্ম বেড়েছে। এটা কি বাংলার সংস্কৃতি? আমার নামের সঙ্গে যে অলঙ্কার ব্যবহার করেছেন, এটা কি বাংলার সংস্কৃতি নাকি? তাও আবার মুখ্যমন্ত্রীর মুখে! ডায়মন্ড হারবারে আমার উপরে হামলা হয়েছে। প্রধানমন্ত্রীকে যা না তাই বলছেন। এটা তো বাংলার সংস্কৃতি হাতে পারে না!' জেপি নাড্ডার স্ত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন,'আমি ব্যক্তিগতভাবে বাঙালি। টোপর পরে বিয়ে করতে গিয়েছি। বাঙালিয়ানায় বাঁচি আমি।'
আরও পড়ুন- রাজ্যে ঘাঁটি গেড়েছে Al Qaeda; কী করছে প্রশাসন, দিল্লিতে বসে তোপ Dhankhar-র