দক্ষিণের পর এবার উত্তরবঙ্গে হানা দিল কালবৈশাখী

দক্ষিণবঙ্গের পর এবার কালবৈশাখীর হানা উত্তরবঙ্গে। শনিবার বিকেল চারটের পর মালদা, দুই দিনাজপুর ও বীরভূমের সাঁইথিয়া ও রামপুরহাটে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের একাংশেও। 

Updated By: Apr 28, 2018, 04:58 PM IST
দক্ষিণের পর এবার উত্তরবঙ্গে হানা দিল কালবৈশাখী

ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গের পর এবার কালবৈশাখীর হানা উত্তরবঙ্গে। শনিবার বিকেল চারটের পর মালদা, দুই দিনাজপুর ও বীরভূমের সাঁইথিয়া ও রামপুরহাটে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের একাংশেও। 

স্বাভাবিকের থেকে প্রায় দ্বিগুণ বৃষ্টি এপ্রিলে, রেকর্ড গড়ার পথে কালবৈশাখী

উপগ্রহের পাঠানো ছবি অনুসারে বিহারের ভালগপুর সংলগ্ন এলাকায় তৈরি ঝঞ্ঝার জেরেই বৃষ্টিপাত হয়েছে ৫ জেলায়। এদিন ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

.