কাটোয়ায় শিক্ষিকার মৃত্যু রহস্য তদন্তে কী মনে করছে পুলিস?

স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে, সন্দেহে স্ত্রীর মোবাইল কেড়ে নেয় স্বামী। বিএড পড়তে বাধা দেয়। অপমানে, অভিমানে আত্মঘাতী হয়েছেন স্ত্রী। কাটোয়ায় শিক্ষিকার মৃত্যু রহস্য তদন্তে প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে পুলিস। রবিবার কাটোয়া রেলগেটের কাছে উদ্ধার হয়  শিক্ষিকা বীনা দাস মণ্ডলের দেহ। ওইদিনই বর্ধমান থেকে স্বামীর সঙ্গে ফিরছিলেন বীনা দাস মণ্ডল। তাঁকে কাটোয়া স্টেশনের ওভারব্রীজে রেখে টিকিট কাউন্টার গিয়েছিলেন স্বামী। ফিরে এসে দেখেন স্ত্রী নেই। অভিযোগ জানানো হয় জিআরপিতে। কিছুক্ষণ পর দেহ উদ্ধার হয় কাটোয়া রেল গেটের কাছে। স্টেশনের হকারদের দাবি ওভারব্রীজে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা হয়। বচসার পর স্ত্রীর মোবাইল নিয়ে চলে যায় স্বামী। মৃত বীনা দাস মণ্ডলের ন বছরের মেয়ে ও দশ মাসের ছেলে রয়েছে।

Updated By: Jul 3, 2017, 01:54 PM IST
কাটোয়ায় শিক্ষিকার মৃত্যু রহস্য তদন্তে কী মনে করছে পুলিস?

ওয়েব ডেস্ক: স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে, সন্দেহে স্ত্রীর মোবাইল কেড়ে নেয় স্বামী। বিএড পড়তে বাধা দেয়। অপমানে, অভিমানে আত্মঘাতী হয়েছেন স্ত্রী। কাটোয়ায় শিক্ষিকার মৃত্যু রহস্য তদন্তে প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে পুলিস। রবিবার কাটোয়া রেলগেটের কাছে উদ্ধার হয়  শিক্ষিকা বীনা দাস মণ্ডলের দেহ। ওইদিনই বর্ধমান থেকে স্বামীর সঙ্গে ফিরছিলেন বীনা দাস মণ্ডল। তাঁকে কাটোয়া স্টেশনের ওভারব্রীজে রেখে টিকিট কাউন্টার গিয়েছিলেন স্বামী। ফিরে এসে দেখেন স্ত্রী নেই। অভিযোগ জানানো হয় জিআরপিতে। কিছুক্ষণ পর দেহ উদ্ধার হয় কাটোয়া রেল গেটের কাছে। স্টেশনের হকারদের দাবি ওভারব্রীজে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা হয়। বচসার পর স্ত্রীর মোবাইল নিয়ে চলে যায় স্বামী। মৃত বীনা দাস মণ্ডলের ন বছরের মেয়ে ও দশ মাসের ছেলে রয়েছে।

.