Khagragarh Blast: দোষী সাব্যস্ত জঙ্গি কওসরের ২৯ বছরের কারাদণ্ড
খাগড়াগড়কাণ্ডের পাশাপাশি বুদ্ধগয়া বিস্ফোরণেরও অন্যতম অভিযুক্ত এই কওসর।
নিজস্ব প্রতিবেদন: খাগড়াগড়কাণ্ডের (Khagragarh Blast) মূল চক্রী জইদুল ইসলাম ওরফে কওসর, ওরফে বোমারু মিজানের সাজা ঘোষণা করল এনআইএ-র বিশেষ আদালত। তাকে ২৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কওসরকে রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছে আদালত।
বাংলাদেশের খুলনার বাসিন্দা কওসর। সে দেশে ২০১৫ সালের বিস্ফোরণেরও অন্যতম অভিযুক্ত। খাগড়াগড়কাণ্ডের (Khagragarh Blast) পাশাপাশি বুদ্ধগয়ায় বিস্ফোরণও ঘটিয়েছিল এই কওসর। খাগড়াগড়কাণ্ডে এনিয়ে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল এনআইএ-র বিশেষ আদালত।
২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে ঘটে বিস্ফোরণ। ঘটনার তদন্তে নেমে বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের যোগসূত্র পায় এনআইএ। সূত্রের খবর, বিস্ফোরণের পর বাংলাদেশে পালিয়ে গিয়েছিল কওসর। ফের ভারতে চলে আসে সে। ২০১৮ সালে বেঙ্গালুরুতে কওসরকে পাকড়াও করেন গোয়েন্দারা।
আরও পড়ুন- 'অনেককিছু করেও আসন পাইনি, ভোট এলেই মালদার অঙ্কটা বদলে যায়,' আক্ষেপ Mamata-র