Covid Vaccine: শহরে ফের চালু covaxin, রাজ্যে এল ১ লক্ষ ৭২ হাজার ডোজ

দ্বিতীয় ডোজ প্রাপকদের অগ্রাধিকার দেওয়া হবে। 

Updated By: Jul 27, 2021, 02:07 PM IST
Covid Vaccine: শহরে ফের চালু covaxin, রাজ্যে এল ১ লক্ষ ৭২ হাজার ডোজ

নিজস্ব প্রতিবেদন: স্বস্তি বাড়িতে রাজ্যে এল কোভ্যাক্সিন। গতকালের পর এদিন আরও ১.৭২ লক্ষ ডোজ এল রাজ্যে। প্রায় ৩০ হাজার দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। ১০ হাজার কোভ্যাক্সিন দেওয়ার হবে কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে। কলকাতা পুরসভার তরফে ১২টি কেন্দ্রে দেওয়া হবে কোভ্যাক্সিন। দ্বিতীয় ডোজ প্রাপকদের অগ্রাধিকার দেওয়া হবে। 

বৃহস্পতিবার থেকে রাজ্যে কোভ্যাক্সিনের আকাল চলছে। টিকা নিতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। সেই সঙ্কট মেটাতেই প্রায় দেড় লক্ষ কোভ্যাক্সিন পেল স্বাস্থ্য দফতর। হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিন এসে পৌঁছেছে বাগবাজাকেক স্টোরে। 

আরও পড়ুন, 'রাজ্যে কোভিড বিধি মানা হচ্ছে না', জেলা প্রশাসনকে কড়া চিঠি মুখ্যসচিবের

কেন্দ্রের ভাঁড়ার শূণ্য। তাই বন্ধ হয়েছিল কোভ্যাক্সিন ডোজ। দ্বিতীয় ডোজ় পাওয়া বাকি কয়েক হাজার মানুষের, তারাই এদিন রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য দফতরে লাইন দিয়েছেন। অন্যদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, রবিবার পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৮০৬। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭৩০ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫০ হাজার ৫৩ জনের। সংক্রমণ হার ১.৬১%।

রবিবার টিকা পেয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৭৭০ জন। ২ লক্ষ ২০ হাজার ৭৭৪ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৯৯৬ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৭২ লক্ষ ৭৭ হাজার ৪৯০ জনের।

.