জঙ্গির কোনও জাত নেই, শান্তির আবেদন করে বিবৃতি ডান - বাম বুদ্ধিজীবীদের

লেখা হয়েছে, 'জঙ্গির কোনও দেশ হয় না, কোনও ধর্ম হয় না। কোনও রাষ্ট্র বা ভাষা হয় না।' একই সঙ্গে সমাজে যে যুদ্ধজিগির উঠেছে তারও বিরোধিতা করেছেন তাঁরা। 

Updated By: Feb 20, 2019, 07:11 PM IST
জঙ্গির কোনও জাত নেই, শান্তির আবেদন করে বিবৃতি ডান - বাম বুদ্ধিজীবীদের

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে বুধবার একযোগে বিবৃতি জারি করলেন ডান - বাম বুদ্ধিজীবীরা। সঙ্গে ওই ঘটনার পর রাজ্যে যে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে সেব্যাপারেও নাগরিকদের সতর্ক করেছেন তাঁরা। 

এদিন জারি বিবৃতিতে পুলওয়ামা হামলার তীব্র নিন্দা করেছেন বুদ্ধিজীবীরা। একই সঙ্গে শহিদদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে বিবৃতিতে। 

লেখা হয়েছে, 'জঙ্গির কোনও দেশ হয় না, কোনও ধর্ম হয় না। কোনও রাষ্ট্র বা ভাষা হয় না।' একই সঙ্গে সমাজে যে যুদ্ধজিগির উঠেছে তারও বিরোধিতা করেছেন তাঁরা। 

ইস্তেহারে সই করেছেন কবি শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, সৌমিত্র চট্টোপাধ্যায়, শাঁওলি মিত্রের মতো খ্যতনামা বিদ্বজ্জনরা।   

.