একধাক্কায় ৫ ডিগ্রি নেমে কলকাতায় ফের ১২-র ঘরে পারদ, জাঁকিয়ে ঠান্ডা জেলাতেও

বিহারে শৈত্যপ্রবাহের জেরে বঙ্গে ফের ঠান্ডার কামড়।

Updated By: Jan 30, 2019, 11:35 AM IST
একধাক্কায় ৫ ডিগ্রি নেমে কলকাতায় ফের ১২-র ঘরে পারদ, জাঁকিয়ে ঠান্ডা জেলাতেও

নিজস্ব প্রতিবেদন : রেকর্ড পতন পারদের। শেষবেলায় ঝোড়ো ব্যাটিং ঠান্ডার। একধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি। কলকাতা শহরে ফের বারোর ঘরে নামল পারদ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের পর বুধবার সকালে আবহাওয়াবিদদের হতবাক করে দিয়ে পারদ নামল আরও ৫ ডিগ্রি। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম।

আরও পড়ুন, অন্য যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কলেজছাত্রী প্রেমিকাকে গুলি প্রেমিকের

শীতের শেষ ইনিংসে দাপুটে ব্যাটিং ফের কনকনে ঠান্ডার কামড় টের পাচ্ছে শহরবাসী। আবহাওয়াবিদরা জানিয়েছে, বিহারে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আর তার জেরেই বঙ্গে শীতের হারানো সুর। শুধু কলকাতা নয়, পারদ নেমেছে জেলাতেও। জেলাতেও ফের চোখ রাঙাচ্ছে শীত। সকালে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বেশ কয়েক জায়গায়।

একনজরে জেলার তাপমাত্রা-

উত্তরবঙ্গ
দার্জিলিং ১
কালিম্পং ৫.৫
শিলিগুড়ি ৬.৮
জলপাইগুড়ি ৭.৫
কোচবিহার ৮.১
বালুরঘাট ৯
মালদা ১১.৯

দক্ষিণবঙ্গ
পানাগড় ৬.১
পুরুলিয়া ৭.৪
শ্রীনিকেতন ৭.৪
কলাইকুন্ডা ৭.৫
ব্যারাকপুর ৮.১
ক্যানিং ৯.০
বাঁকুড়া ৯.১
উলুবেড়িয়া ৯.২
আসানসোল ৯.৯
হুগলী ১০.০
কাঁথি ১০.০
দিঘা ১০
বর্ধমান ১০.৩
ডায়মন্ড হারবার ১০.৬
মেদিনীপুর ১১.১
দমদম ১১.২
হলদিয়া ১১.৯
কৃষ্ণনগর ১৩.৪
বহরমপুর ১৬.৬

.