বাসের জানলা দিয়ে বমি করতে গিয়ে বিপত্তি, খুঁটির ধাক্কায় খুলি দুভাগ হয়ে ছিটকে পড়ল রাস্তায়

মাথার সঙ্গে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটির সজোরে ধাক্কা লাগে। ধাক্কার চোটে ঘটনাস্থলেই ওই যুবতীর খুলি দু'ভাগ হয়ে যায়।

Updated By: Sep 8, 2019, 02:22 PM IST
বাসের জানলা দিয়ে বমি করতে গিয়ে বিপত্তি, খুঁটির ধাক্কায় খুলি দুভাগ হয়ে ছিটকে পড়ল রাস্তায়

নিজস্ব প্রতিবেদন : চলন্ত বাস থেকে বমি করার সময় বিদ্যুতের খুঁটির ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম ভানু মণ্ডল। বয়স ২৪ বছর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগে।

জানা গিয়েছে, ওই যুবতীর বাড়ি জিয়াগঞ্জে। লালবাগ হাসপাতাল চত্বরে ফল বিক্রি করতেন তিনি। আজও ফল ব্যবসায়ী ভানু মণ্ডল জিয়াগঞ্জ থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাসে ওঠেন। বাসের ওঠার পর থেকেই তাঁর শারীরিক কিছু সমস্যা হচ্ছিল। এরপর বাসটি লালবাগে আসার পথে নাকুরতলায় এলাকায় বমি করতে যান ওই যুবতী। সেইসময়ই ঘটে দুর্ঘটনাটি।

বাসের জানলা দিয়ে মাথা বের করে বমি করতে যান ভানু মণ্ডল। আর তখনই তাঁর মাথার সঙ্গে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটির সজোরে ধাক্কা লাগে। ধাক্কার চোটে ঘটনাস্থলেই ওই যুবতীর খুলি দু'ভাগ হয়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে একাংশ। রক্তে ভেসে যায় বাস ও রাস্তা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, দোলনায় খেলনার সময় গলায় আটকায় কাপড়ের ফাঁস, মর্মান্তিক পরিণতি শিশুর

ঘটনাস্থলেই আটক করা হয় বাস চালককে। তাঁকে ধরে মারধর শুরু করেন স্থানীয়রা। শেষে সেখান থেকে চম্পট দেয় বাস চালক। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

.