বেআইনি কয়লা খনিতে ধস, মৃত ৩

মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। নিঁখোজ আরও এক মহিলা।

Updated By: Jan 31, 2019, 01:46 PM IST
বেআইনি কয়লা খনিতে ধস, মৃত ৩

নিজস্ব প্রতিবেদন : বেআইনি কয়লা খনিতে বড়সড় ধস। ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৩ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার বাগুলিয়া ওসিপিতে।

আরও পড়ুন, অতিরিক্ত টাকা দিয়েই দেখতে হবে পে চ্যানেল, ট্রাইয়ের বিজ্ঞপ্তি কার্যকর আজ রাত থেকেই

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই ওসিপিতে কয়লা উত্তোলনের কাজ বন্ধ রয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে খাদানটি। স্থানীয়রা বেআইনিভাবে ওই খাদান থেকে কয়লা তুলে তা স্থানীয় বাজারে বিক্রি করেন। এদিনও একইরকমভাবে ওই খাদান থেকে কয়লা তুলতে নেমেছিলেন কয়েক জন।

আরও পড়ুন, চিটফান্ডের টাকা কার মাধ্যমে কোথায় পৌঁছেছে? সিবিআই-এর ম্যারাথন জেরার মুখে মোহতা

কয়লা তোলার সময়ই আচমকা ধস নামে খনিতে। ধসে চাপা পড়ে যান বেশ কয়েকজন। খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসে পুলিসও। ধস সরিয়ে এখনও পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধস চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। নিঁখোজ আরও এক মহিলা। নিখোঁজ মহিলার খোঁজে শুরু হয়েছে তল্লাসি।   

.