আনুষ্ঠানিক ঘোষণার আগেই Zee ২৪ ঘণ্টার হাতে বামেদের দ্বিতীয় প্রার্থীতালিকা
বামেদের তরফে জানানো হয়েছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে বহরমপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদে প্রার্থী দেবে না তারা।
নিজস্ব প্রতিবেদন: জোট প্রক্রিয়া ভেস্তে যেতেই দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে বামেরা। কংগ্রেসের জন্য ছেড়ে রাখা আসনগুলিতে প্রার্থী ঘোষণা করেছে তারা। তবে প্রার্থী দেওয়া হয়নি কংগ্রেসের জেতা ৪টি আসনে। বিকেল ৪টেয় সাংবাদিক সম্মেলনে এই তালিকা প্রকাশ করবেন বিমান বসু। তার আগে দেখে নিন তালিকা।
আসন সমঝোতার সমীকরণ পাকা হওয়ার আগেই রাজ্যের ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। এদিন বাকি ১৩টি আসনের প্রার্থী ঘোষণা করতে চলেছে তারা। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছেন বিমান বসু।
বামেদের প্রকাশিত তালিকা অনুসারে বাঁকুড়ায় প্রার্থী হচ্ছেন অমিয় পাত্র। ঝাড়গ্রামে দেবলীনা হেমব্রম, কলকাতা উত্তরে কনীনিকা বসু, শ্রীরামপুরে তীর্থঙ্কর রায়।
বিজেপির থিম সংয়ে ব্যবহার হয়েছে বামেদের স্লোগান, মেনে নিয়ে বাবুল বললেন আপত্তি কোথায়?
দার্জিলিংয়ে প্রার্থী হচ্ছে সমন পাঠক, আসানসোল গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বোলপুর রামচন্দ্র ডোম, কৃষ্ণনগরে শান্তনু ঝা, হাওড়া সুমিত অধিকারী, তমলুক শেখ ইব্রাহিম, কাঁথি পরিতোষ পট্টনায়ক, বারাকপুর গার্গী চট্টোপাধ্যায়।
বামেদের তরফে জানানো হয়েছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে বহরমপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদে প্রার্থী দেবে না তারা।