রাঙামাটি চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ
Updated By: Aug 26, 2017, 07:23 PM IST
![রাঙামাটি চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ রাঙামাটি চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/26/91938-leopard-26-8-17.jpg)
ওয়েব ডেস্ক: মালবাজার মহকুমার রাঙামাটি চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ। শ্রমিকরা কাজে যাওয়ার সময় বাগানের নয়া কামান ডিভিশনে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখে বাগান কর্তৃপক্ষকে খবর দেন। এলাকাবাসীর অভিযোগ, এই চা বাগানে চিতাবাঘের উপদ্রপ লেগেই আছে। দিন পনের আগেও এখান থেকেই আরেকটি চিতাবাঘ ধরা পড়ে। ভয়ে ঠিকমতো কাজ করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। বাড়িতে ঢুকেও মাঝেমধ্যে গৃহপালিত পশুদের তুলে নিয়ে যাচ্ছে চিতাবাঘ। সেকারণেই খাঁচা পাতা হয়েছিল বন দফতরের তরফে। চিতাবাঘটি ধরা পড়ার পর বাগান কর্তৃপক্ষের তরফে বন দফতরে খবর পাঠানো হয়।