দিঘার সৈকতে এত বড় বিস্ফোরণ কোথা থেকে হল?

Updated By: Aug 26, 2017, 06:47 PM IST
দিঘার সৈকতে এত বড় বিস্ফোরণ কোথা থেকে হল?

ওয়েব ডেস্ক:  দিঘার সৈকতে এত বড় বিস্ফোরণের তদন্তে নেমে সূত্র মিলল রহস্যভেদের। পুলিস, দমকলের সঙ্গে জলে তল্লাসি চালাচ্ছে কোস্টাল পুলিস। উপকূল এলাকায় তল্লাসি চালানোর পর পুলিসের দাবি, সৈকতে নয়, বিস্ফোরণ হয়েছে সমুদ্রেই। মনে করা হচ্ছে চাঁদিপুরে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কোনও বিপত্তির জেরেই এই কাণ্ড। মাঝ সমুদ্রে থাকা ট্রলারগুলিও চাঁদিপুরের দিক থেকেই শব্দ এসেছে বলে জানিয়েছে।

গত দুদিন ধরে চাঁদিপুরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলছে। অনুমান সেখানেই কোনও ক্ষেপণাত্র শব্দের গতি অতিক্রম করার সময় তীব্র শব্দ তৈরি হয়েছে। পদার্থ বিদ্যার ভাষায় এই ধরণের শব্দকে বলে সনিক বুম। সাধারণত যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র থেকে এই ধরণের শব্দ তৈরি হয়।

 

পরীক্ষার সময় গভীর সমুদ্রে পরিবর্তে উপকূলের দিকে চলে এসেছিল কোনও ক্ষেপণাস্ত্র। DRDO- এবং উপকূল রক্ষীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

পরীক্ষায় খাতা জমা দিতে দেরি, ক্লাস টেনের ছাত্রীকে বেধড়ক মার শিক্ষকের

শনিবারের বারবেলায় দিঘায় জোড়া বিস্ফোরণের আওয়াজ, কারণ হাতড়াচ্ছে পুলিশ

.