Durga Puja 2023: মাত্র আড়াই ফুটের দুর্গা প্রতিমা! শান্তিপুর থেকে বেঙ্গালুরু যাচ্ছে...
Nadia: তাঁর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী মা হলেন চিন্ময়ী! আড়াই ফুট উচ্চতা! এর মধ্যেই দেবী দুর্গার মূর্তিকে ফুটিয়ে তুললেন তিনি। তিনি শান্তিপুরের যুবক জগন্নাথ প্রামানিক।
বিশ্বজিৎ মিত্র: তাঁর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী মা হলেন চিন্ময়ী! আড়াই ফুট উচ্চতা! এর মধ্যেই দেবী দুর্গার মূর্তিকে ফুটিয়ে তুললেন তিনি। শান্তিপুরের যুবক জগন্নাথ প্রামাণিক।
কেন তিনি প্রতিমা তৈরির প্রতি আকৃষ্ট হলেন শান্তিপুরের জগন্নাথ?
আরও পড়ুন: Bankura: দেওয়াল ধসে মৃত্যু বৃদ্ধার, গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক...
ছোটবেলা থেকেই পাড়ায় প্রতিমা তৈরি করা দেখতেন জগন্নাথ। দেখতে-দেখতেই তাঁর ভালো লেগে যায় বিষয়টি। ভেতরে ভেতরে তখনই যেন মৃৎশিল্পী হওয়ার ইচ্ছে জাগে। ক্রমে একজন মৃৎশিল্পীই তৈরি হয়ে উঠলেন শান্তিপুরের তরুণ জগন্নাথ প্রামাণিক।
সেই জগন্নাথই এবার ছোট দুর্গা বানিয়ে তাক লাগালেন। বিদেশে পাড়ি না দিলেও রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে তাঁর তৈরি ছোট দুর্গা। জানা যায়, জগন্নাথের পরিবারের কেউই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত নন। বরং তাঁদের পরিবার তন্তুজীবী পরিবার বলেই পরিচিত।
জানা যায়, জগন্নাথ পাঁচ বছর বয়স থেকেই দেখে দেখে শিখেছেন প্রতিমা তৈরি করা। শান্তিপুর কলেজের স্নাতক। তবে পাস করলেও মেলেনি চাকরি। তাই সংসার চালাতে বাধ্য হয়ে এই মৃৎশিল্পকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তবে মৃৎশিল্পের কাজের পাশাপাশি জগন্নাথ বাড়িতে ছাত্রও পড়ান।
আরও পড়ুন: Bardhaman: দীর্ঘ ভোগান্তির অবসান, 'পথশ্রী'তে তৈরি হল নতুন রাস্তা...
এবছর জগন্নাথ চারটি ছোট দুর্গাপ্রতিমা তৈরি করেছেন। ইতিমধ্যেই তাঁর তৈরি একটি প্রতিমা কলকাতায় গিয়েছে। এবছর প্রতিমার উচ্চতা আড়াই ফুট, সাড়ে তিন ফুট, আবার কোনওটা সাড়ে চার ফুট, আরেকটি প্রায় সাড়ে সাত ফুট। জগন্নাথ বলেন, এ বছর তাঁর ওই আড়াই ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দেবে বেঙ্গালুরুতে, বাকিগুলি সবই কলকাতায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)