WB By-poll LIVE: উপনির্বাচনে ৪ - ৪ তৃণমূল! শুভেচ্ছা মমতা, অভিষেকের

গত বিধানসভা ভোটের নিরিখে ফল ২-২।  এটাই ৪-০ করার আশা তৃণমূলের। 

Updated By: Nov 2, 2021, 02:40 PM IST
WB By-poll LIVE: উপনির্বাচনে ৪ - ৪ তৃণমূল! শুভেচ্ছা মমতা, অভিষেকের

নিজস্ব প্রতিবেদন: শনিবার হয়ে গেল রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মঙ্গলবার ফল ঘোষণা হচ্ছে এই চার বিধানসভা কেন্দ্রের। এগুলি বিধানসভাগুলি হল উত্তর ২৪ পরগনার খড়দহ, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। গত বিধানসভা ভোটে দিনহাটা ও শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। তবে সাংসদ পদ রাখতে ইস্তফা দেন তাঁরা। বিধায়কের মৃত্যুর কারণে ভোটগ্রহণ হচ্ছে খড়দহ ও গোসাবায়। গত বিধানসভা ভোটের নিরিখে ফল ২-২।  এটাই ৪-০ করার আশা তৃণমূলের। 

উত্তর ২৪ পরগনার খরদা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বাম প্রার্থী দেবজ্যতি দাস। তিনি গত নির্বাচনেও প্রার্থী হন কাজল সিনহার বিরুদ্ধে। বিজেপি এই আসনে প্রার্থী করেছে জয় সাহা কে। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন উদয়ন গুহ। বিজেপি এই আসনে প্রার্থী করেছে আশক মণ্ডল কে। বামেরা এই আসনে প্রার্থী করেছে উদয়ন গুহর প্রাক্তন সতীর্থ এবং ফরওয়ার্ড ব্লকের নেতা আব্দুর রউফ কে। নদিয়ার শান্তিপুর আসনে তৃণমূলের প্রার্থী করেছে ব্রজকিশোর গোস্বামী কে। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এবং বাম প্রার্থী সৌমেন মাহাত। দক্ষিন ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়বেন সুব্রত মণ্ডল। এই আসনে বিজেপি প্রার্থী পলাশ রাহা এবং বাম প্রার্থী আরএসপি থেকে অনিল চন্দ্র মণ্ডল।

গোসোবা উপনির্বাচনের ভোট গণনা আজ ক্যানিং বঙ্কিম সরদার কলেজে। দিনহাটা উপনির্বাচনের ভোট গণনা দিনহাটা কলেজে। কড়া প্রশাসনিক নিরাপত্তার ঘেরাটোপে রানাঘাট কলেজ। নদীয়ার শান্তিপুর বিধান সভার উপনির্বাচনের ভোট গননা হবে এখানে। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা কেন্দ্রের বাইরে কঠোর পুলিশি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।  

গণনা শুরুর আগেই পক্ষপাতিত্বের অভিযোগ। অভিযোগ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কিভাবে কোন আইনে মহুয়া মৈত্র গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করলেন সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানাচ্ছেন তিনি।

2.30pm: 

2.25pm: বিজেপিকে কটাক্ষ করে টুইট অভিশেক বন্দ্যোপাধ্যায়ের।

2.20pm: শান্তিপুরে জয়ী তৃণমূল প্রার্থী ব্রজকিশর গোস্বামী। এই আসনে জয়ের ব্যাবধান ৬৩ হাজার ৮৯২ ভোট। 

2.16pm: খরদহে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। জয়ের ব্যাবধান ৯৩ হাজার ৮৩২ ভোট।  

2.12pm: গোসাবায় জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। ব্যাবধান ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোট 

1.05pm: 

1pm: গননা চলাকালীন উদয়ন গুহর জয়ের পরেই টুইট করে চার জন জয়ী তৃণমূল প্রার্থীকেই অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

12.52pm: দিনহাটায় রেকর্ড ভোটে জয়ী তৃণমূল। উদয়ন গুহ এই আসনে জিতেছেন ১ লক্ষ ৬৪ হাজার ৮৮ ভোটে  

12.40pm: ১০ রাউন্ডের শেষে খরদহে দ্বিতীয় স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই বাম এবং বিজেপির।

12.38pm: ১৮ রাউন্ডের শেষে দিনহাটায় ১,৫৫,৮৩৭ ভোটে এগিয়ে তৃণমূল 

12.30pm: গসাবায় ১৫ রাউন্ডের শেষে তৃণমূল এগিয়ে ১,৩৩,৩১৮ ভোটে 

12.11pm: ১৫তম রাউন্ডের শেষে ১,৩১,৬০১ ভোটে এগিয়ে উদয়ন গুহ

12.10pm:নবম রাউন্ডের শেষে শান্তিপুরে ২৮,৬০৬ ভোটে এগিয়ে তৃণমূল 

12.09pm: গননা কেন্দ্র ছেড়ে চলে গেলে জয় সাহা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ 

10.51am: সপ্তম রাউন্ডের শেষে গোসাবায় ৬৮,৬৭৪ ভোটে এগিয়ে তৃণমূল 

10.50am: দিনহাটায় অষ্টম রাউন্ডের শেষে ৬২,৮৪৭ ভোটে এগিয়ে তৃণমূল 

10.15am: শান্তিপুরে তৃতীয় রাউন্ডের শেষে ৯০০৮ ভোটে এগিয়ে তৃণমূল 

10.12am: খরদহে তৃতীয় রাউন্ডের শেষে ১৭,১০৯ ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় 

10.10am: সপ্তম রাউন্ডের শেষে দিনহাটায় ৫৪,০৩৩ ভোটে এগিয়ে তৃণমূল  

9.55am: গোসাবায় পঞ্চম রাউন্ডের শেষে ৫১,৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল

9.51am: দ্বিতীয় রাউন্ডের শেষে শান্তিপুরে তৃণমূল ৬,৯৯৩ ভোটে এগিয়ে 

9.48am: গোসাবায় চতুর্থ রাউন্ডের শেষে ৪২,৫৬৬ ভটে এগিয়ে তৃণমূল 

9.47am: দিনহাটায় ষষ্ঠ রাউন্ডের শেষে ৪৬,৯২৯ ভোটে এগিয়ে তৃণমূল 

9.46am:  খরদহে দ্বিতীয় রাউন্ড শেষে ৯৬৫৪ ভোট তৃণমূলের 

9.34am:  দিনহাটায় পঞ্চম রাউন্ডের শেষে ৩৮,১১২ ভোটে এগিয়ে তৃণমূল  

9.33am: শান্তিপুরে প্রথম রাউন্ডের শেষে ৬,৩৬৫ ভোটে এগিয়ে তৃণমূল 

9.28am: খরদহে ৫৪৮২ ভোটে এগিয়ে তৃণমূল   

9.26am: গোসাবায় তৃতীয় রাউন্ডের শেষে ৩২,৪৬৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল 

9.19am: সাংসদ মহুয়া মৈত্র কে সতর্ক করল নির্বাচন কমিশন 

9.18am: দিনহাটায় চতুর্থ রাউন্ডের শেষে ২৯,৬৫৮ ভোটে এগিয়ে তৃণমূল  

9.16am: গোসাবায় দ্বিতীয় রাউন্ডের শেষে ২২,৪০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী 

9.10am: খরদহে প্রথম রাউন্ডের শেষে ১২০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 

9.07am: তৃতীয় রাউন্ডের শেষে দিনহাটায় তৃণমূল প্রার্থী ২১,৪৭৩ ভোটে এগিয়ে 

9.58am: দ্বিতীয় রাউন্ডের শেষে ১৪৬৬৬ ভোটে এগিয়ে তৃণমূলের উদয়ন গুহ 

9am: প্রথম রাউন্ডের শেষে ইভিএমে ৯১১০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মন্ডল

8.45am: পোস্টাল ব্যালটে ৭২৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল

8.15am: দিনহাটায় এগিয়ে তৃণমূল (পোস্টাল ব্যালটে)

8am: শুরু হল পোস্টাল ব্যালটে ভোট গণনা  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)        

.