27 December 2024, 15:15 PM
Nandigram IC change: চলতি মাসে পর পর দুই তৃণমূল কর্মী খুনের ঘটনার জেরে নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডলকে বদলি করা হলো বলে জানা গেছে। বর্তমানে দায়িত্বে থাকবেন ডিএসপি তুহিন বিশ্বাস।
27 December 2024, 15:00 PM
Mamata Banerjee: সরকারি বিতরণ অনুষ্ঠানে আগামী ৩০ শে ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সন্দেশখালিতে। তার আগে আজ সরকারি আধিকারিকদের নিয়ে যে মাঠে সরকারী অনুষ্ঠানে আসবেন মখ্যমন্ত্রী সেই সন্দেশখালি ঋষি অরবিন্দু মিশন মাঠ পরিদর্শনে করে দমকল মন্ত্রী সুজিত বসু নিরাপত্তা বিষয় গুলি নিয়ে আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন তিনি।
27 December 2024, 11:00 AM
Malda: আমবাগান থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। মালদার চাঁচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকার ঘটনা। এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিস। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। খুনের অনুমান পুলিসের।
27 December 2024, 09:15 AM
Purulia: মিলছে না বাঘিনীর অবস্থান। সকাল থেকে ফ্রিকুয়েন্সি এন্টেনা দিয়ে বাঘিনীর গলায় ঝোলানো রেডিও কলারের অবস্থান সার্চ করেও বাঘের গতিবিধি জানতে পারছে না বন বিভাগের কর্মীরা । তাই এবার বাঘিনীকে বাঘে আনতে নয়া কৌশল অবলম্বন করছে বন দপ্তর । বনকর্মীদের সঙ্গে এবার হুলা পার্টির সদস্যদের সঙ্গে নিয়ে মশাল নিয়ে ABCD নাম দিয়ে চারটি ভাগে ভাগ করে জঙ্গলে তল্লাশি শুরু করেছে বনদপ্তর । সঙ্গে ট্রাঙ্কুলাইজার টিম হাতে বন্দুক ও ঘুমপাড়ানি ওষুধ নিয়ে নেমে পড়েছে মাঠে । শুরু হয়েছে জোর তল্লাশি। এতদিন বন দপ্তরের পাতা ফাঁদে পা না দেওয়ায় এবার বাঘিনীর খোঁজে জঙ্গলে নামছে বন বিভাগ।
27 December 2024, 09:15 AM
Jalpaiguri: জলপাইগুড়ি পুরসভা পরিচালিত সুস্বাস্থ্য কেন্দ্রে এই প্রথম ফ্রী এ-ক্সরে পরিষেবা চালু। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের কংগ্রেস পাড়ায় অবস্থিত পৌর সভার সুস্বাস্থ্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন এক্সরে পরিষেবার যাত্রা শুরু হয়। এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই সুসাস্থ্য কেন্দ্রে এক্সরে পরিষেবা চালু করা হলো। আগামীতে আরো দশটি কেন্দ্র চালু করা হবে বিভিন্ন ওয়ার্ডে। এই অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসন পাপিয়া পাল, কাউন্সিলর মনীন্দ্র বর্মণ সহ পুরসভার আধিকারিক বৃন্দের সঙ্গে স্থানীয় পুরবাসী।
27 December 2024, 09:15 AM
Kalna Accident: কালনা কাটোয়ার STKK রোডের তুলসী ডাঙ্গার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের। গুরুতর আহত এক। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবকের কালনা মহকুমা হসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁশদহ বিলের পাড়ে চলা খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসব দেখে একটি বাইকে থাকা দুজন ফিরছিলেন, এমন সময় অপরদিক থেকে আসা আরেকটি বাইকের মুখোমুখি সংঘর্ষে, গুরুতর জখম হন চারজন। কালনা মহকুমা হাসপাতালে এদিন রাত সাড়ে নটা নাগাদ তাদের নিয়ে এলে ৩ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে মৃতদের পরিচয় এখনও পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি। আহত ওই ব্যক্তির নাম বিক্রম বিশ্বাস। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
27 December 2024, 09:15 AM
Malbazar: কুয়াশার সকালে জঙ্গলের রাস্তায় হঠাৎ হাতির দর্শন। তাও আবার এক দল হাতি জাতীয় সড়ক পারাপার করছে। মাল ব্লকের চালসা টু লাটাগুড়ি যাবার রাস্তায় গুরুমারা জঙ্গল সংলগ্ন এলাকায় দেখা গেলো এক জঙ্গল থেকে রাস্তা পার হয়ে অন্য জঙ্গলে যাচ্ছে হাতির দল। সঙ্গে সঙ্গে রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়ে বিভিন্ন গাড়ি। সাবক নিয়ে হাতির দল রাস্তা পার হয়ে অন্য জঙ্গলে যাবার পর আবার গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এরকম সুন্দর দৃশ্য অনেকে মোবাইলেও বন্দি করে। তবে হাতির দলটি কারো কোন ক্ষতি করেনি।
27 December 2024, 09:15 AM
Manmohan Singh Death: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ। ৭ দিনের জাতীয় শোক ঘোষণা। সমস্ত সরকারি কর্মসূচি আপাতত বাতিল। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে আগামিকাল। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শেষ শ্রদ্ধা।