12 November 2024, 13:45 PM
ঠান্ডা লেগে অসুস্থ বিমান বসু। নাইটিঙ্গেলে ভর্তি করা হয়েছে। বাইরে গিয়েছিলেন। ঠাণ্ডা লেগে যাওয়ায় ঝুঁকি নিতে চাননি ডাক্তাররা। উত্তর দিনাজপুর, মালদাতে দলীয় কাজে গিয়েছিলেন বিমান বসু।
12 November 2024, 11:15 AM
গিরিশপার্ক থানা এলাকার মদন চ্যাটার্জী লেনের একটি কোচিন সেন্টারে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওই কোচিন সেন্টারের শিক্ষক রোহিত পান্ডের বিরুধ্যে। গিরিশপার্ক থানায় অভিযোগ দায়ের। গোটা ঘটনার তদন্তে গিরিশ পার্ক থানার পুলিস। সূত্রের খবর এক ছাত্রী এই কোচিন সেন্টারে পড়তে আসতো। সেই ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরিবারকে ঘটনার কথা জানালে পরিবারের সদস্যেরা এসে কোচিন সেন্টারে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এরপরই তারা গিরিশপার্ক থানায় অভিযোগ করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয়দের দাবী গত শুক্রবার এর ঘটনা।
12 November 2024, 09:45 AM
রোগীকে গরুর ডাক্তার দেখানোর পরামর্শ সহ দুর্ব্যবহারের অভিযোগ এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয় চিকিৎসকের সহকারী রোগির স্বামীকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও অভিযোগ। যা নিয়ে উত্তেজিত রোগীর পরিবার-সহ গ্রামবাসীরা হাসপাতাল সুপার এর কাছে লিখিত অভিযোগ দেন। সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সুবিচার না মিললে বিক্ষোভ হবে বলে জানিয়েছেন এলাকার মানুষজন।
12 November 2024, 09:00 AM
বিরোধী সাংসদদের বয়কটের জেরে স্থগিত হয়ে গেল ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির কলকাতা সফর। পাটনা এবং লখনউ সফরও স্থগিত করল লোকসভা সচিবালয়। আজ মঙ্গলবার ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার কথা ছিল যৌথ সংসদীয় কমিটির সদস্যদের। ওয়াকফ বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি এবং সংগঠনের সঙ্গে বৈঠকের কথা ছিল তাঁদের। গত ৭ নভেম্বর কমিটির বিরোধী সাংসদরা তাঁদের বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এর জেরেই স্থগিত হল ৩ রাজ্যের সফর।
12 November 2024, 09:00 AM
ভোট আবহের মাঝেই মঙ্গলবার সাত সকালে আবগারি দপ্তরের অভিযান জলপাইগুড়িতে। আগামীকাল মাদারিহাট এবং সিতাই এর উপ নির্বাচন। এরই মাঝে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের। চেলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় জলপাইগুড়ি আবগারি কর্মীরা। জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি থানার অধীন বারোপাটিয়া এলাকার জোলাপাড়া, ভাণ্ডীগুড়ি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বহু চোলাই মদের সামগ্রী সহ উপকরণ ঘটনাস্থলেই নষ্ট করার পাশাপাশি বেশ কিছু জুলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়। বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জলপাইগুড়ি আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর রনিত সুব্বা জানান।
12 November 2024, 08:45 AM
পিঙ্কি বসু নামে এক মহিলার ফ্ল্যাটে তল্লাশি। মধ্যমগ্রামে ইডি বাহিনী নিয়ে ঢোকে। ২০০ মিটার দূরে আরেকটি আবাসনে ঢোকে ইডির আরেকটি টিম। ৩ মাসে ৭টি ঠিকানা বদল করে পিঙ্কি। মাঝে মধ্যেই যেতেন বাংলাদেশ। ইডি সূত্রে খবর, ভারতীয় মুদ্রাকে বাংলাদেশী মুদ্রায় পরিবর্তন করে ফের সেই মুদ্রাকে ভারতীয় মুদ্রায় পরিবর্তন করতো পিঙ্কি বসু। কালো টাকাকে সাদা করার জন্য হাওয়ালার মাধ্যমে যোগাযোগ রাখতেন বাংলাদেশে। সেই পিঙ্কি বসুর কাছাকাছি দুটি বাড়ি এবং একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির অন্যন্য বিভিন্ন ঠিকানায় তল্লাশি ইডি-র।