16 April 2024, 11:30 AM
ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা বিজেপির। বিজেপি প্রার্থী হিসেবে আভিজিৎ দাস ববির নাম ঘোষণা গেরুয়া শিবিরে।
16 April 2024, 10:45 AM
হুগলি চুঁচুড়া পুরসভার ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের। এক নম্বর ওয়ার্ডের মোল্লাপোতা শিব মন্দিরে পুজো দিয়ে শুরু হয় প্রচার।রাস্তার দুই পাশে জনতার ভীড় উপচে পরে।তৃনমূল প্রার্থীর হাতে কেউ লক্ষ্মী ভান্ডার তুলে দেন,কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে রচনার ছবি বাঁধিয়ে দেন।অনেকেই মালা পড়িয়ে শুভেচ্ছা জানান।প্রচন্ড গরমে চলতে থাকে ভোট প্রচার।প্রথমার্ধে এক থেকে ১৬ নম্বর ওয়ার্ড সাহাগঞ্জ থেকে কেওটা হয়ে বালির মোর হয়ে ব্যান্ডেল স্টেশন রোড,ওলাইচন্ডীতলা দিয়ে সরৎসরণী হয়ে চকবাজার পাঙ্খাটুলি পিয়ারা বাগান পর্যন্ত চলে জনসংযোগ।
16 April 2024, 10:15 AM
শ্রীনগরের কাছে ঝিলম নদীর নৌকাডুবির ঘটনায় ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ১২ জনকে। নৌকাটিতে বেশিরভাগ স্কুলের শিশু এবং কয়েকজন স্থানীয় লোক ছিল। সূত্রের খবর অনুযায়ী, ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন মারা গেছেন।
16 April 2024, 10:00 AM
মঙ্গলবার শ্রীনগরের কাছে ঝিলম নদীতে একটি নৌকা ডুবে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের বাটওয়ারা জেলার কাছে। তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৭২ ঘণ্টা ধরে কাশ্মীর উপত্যকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে যার ফলে জেহলুম নদী বিপদ চিহ্নের কাছাকাছি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
16 April 2024, 09:15 AM
গার্ডেনরিচ বি এন আর রেল হাসপাতালের ওটি রুমের এসি মেশিনে আগুন থেকে ধোঁয়া। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। সকাল সাড়ে ৭ টা নাগাদ দমকলের কাছে কল যায়। প্রাথমিক ধারণা সকালে ওটি রুমে এসি মেসিন চালানো হয়েছিল। তখনই পুরোনো একটি মেসিনের তারে শর্ট সার্কিট হয়। আগুন নিয়ন্ত্রণে।
16 April 2024, 08:30 AM
সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় পাকড়াও দুই। গুজরাতের ভুজ থেকে দুজনকে গ্রেফতার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের। ধৃতরা বিহারের বাসিন্দা।
16 April 2024, 08:30 AM
ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা।পদক্ষেপ নবান্নের। মুখ্যসচিবের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ মুখ্যমন্ত্রীর। আহতদের রাজ্যে নিয়ে আসার তোড়জোড়। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
16 April 2024, 08:30 AM
পুরী থেকে কলকাতা আসার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা। আহতদের মধ্যে পঁচিশজন বাংলার। বারো জন পূর্ব মেদিনীপুরের। একজন উত্তর দিনাজপুরের বাসিন্দাও আহত। মৃতদের আর্থিক সাহায্য ওড়িশা সরকারের।
16 April 2024, 08:30 AM
ওড়িশার জাজপুরে ভয়াবহ দুর্ঘটনা। নিহতদের নামপরিচয়ের জানার চেষ্টায় পুলিস। গ্রাউন্ডজিরোয় জি চব্বিশ ঘণ্টা। দুর্ঘচটনার প্রতি মুহুর্তের খবর দেব আমরাই। চোখ থাকুক দিনভর জি চব্বিশ ঘণ্টায়।
16 April 2024, 08:30 AM
ওড়িশার জাজপুরে ফ্লাইওভার থেকে কলকাতাগামী বাস ছিটকে ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত মৃত পাঁচ। আহত চল্লিশ। শোকপ্রকাশ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের।