11 August 2024, 23:15 PM
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার আন্দোলনে রেসিডেন্ট চিকিত্সকরাও। নন এমার্জেন্সিই শুধু নয়, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে কর্মবিরতি ডাক দিল রেসিডেন্ট চিকিত্সকদের ফোরাম। ফোরামে তরফে জানানো হল, যতদিন না দাবি মিটছে, ততদিন আন্দোলন চলবে।
11 August 2024, 11:00 AM
Jalpaiguri Road Accident: জলপাইগুড়ি জেলা শহরের হাই সিকিউরিটি জোন হিসেবে যেটি চিহ্নিত, সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যুও। যেখানে ডিআইজি থেকে জেলা পুলিশ সুপার, জেলা শাসক থেকে হাইকোর্টের বিচারপতির আবাসন, এমন জায়গাতেই গতকাল, শনিবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটল। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল রবিবার। আর তা পড়তেই আঁতকে উঠছেন শহরবাসী!
11 August 2024, 09:15 AM
R G Kar Incident: আর জি করে-র ঘটনার জেরে মহিলা নিরাপত্তায় আরও জোর দেওয়ার নির্দেশ কলকাতা পুলিশের কমিশনারের। হাসপাতাল, স্কুল, মেডিকেল কলেজ, হস্টেলে মহিলা নিরাপত্তায় বাড়তি নজর। মহিলা নিরাপত্তায় পুলিসকে আরও সতর্ক হওয়ার নির্দেশ। আর জি করের ডাক্তার খুনে গ্রেফতার হয়েছে কলকাতা পুলিসেরই এক সিভিক ভলান্টিয়ার। এ বিষয়ে কমিশনের বার্তা, সিভিক ভলান্টিয়ার-সহ কোনো পুলিসকর্মী আইন ভাঙলে তা কোনও মতেই বরদাস্ত নয়। এ বিষয়ে কড়া ব্যবস্থার নির্দেশ দিলেন কলকাতা পুলিস কমিশনার।
11 August 2024, 07:30 AM
Train Cancelled in Sealdah: শেষ ট্রেন বাতিল হওয়ায় শিয়ালদহ স্টেশন মাস্টারের অফিসে যাত্রীবিক্ষোভ। শিয়ালদহ থেকে শেষ বনগাঁ লোকাল রাত ১১টা.৫০ মিনিটে ছাড়ে। কিন্তু গতকাল, শনিবার রাতে শিয়ালদহ স্টেশনে এসে যাত্রীরা জানতে পারেন, ট্রেনটি বাতিল হয়েছে! ১১টা ৪০ মিনিটে টিকিট দেওয়া হলেও ট্রেন বাতিল কেন? এই নিয়ে স্টেশন মাস্টারের অফিসে বিক্ষোভ দেখান যাত্রীরা। বিকল্প ব্যবস্থার দাবি করেন যাত্রীরা। যদিও স্টেশন মাস্টারের তরফে জানানো হয়, ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি আগেই দেওয়া হয়েছিল।