1 December 2024, 07:45 AM
Jorasanko: ফিরোজা পরভিন (১৮) নামের এক তরুণী শনিবার বাড়িতে একাই ছিলেন। জানা যায়, তাঁর প্রতিবেশী তারান্নুম আরারের সঙ্গে এঁর ঝগড়া শুরু হয়। এরপর তাঁকে মারধর করা হয়। হঠাৎই স্থানীয় লোকজন একটা বিকট আওয়াজ শুনে বেরিয়ে এসে দেখেন ওই আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে ওই তরুণী। জোড়াসাঁকো থানার পুলিসকে খবর দেওয়া হয়। তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তরুণীর পরিবারের তরফ থেকে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানো হলে পুলিস এসে প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।