4 January 2025, 12:00 PM
Kolkata Race Course: Rctc ঘোরা আস্তাবলের কর্মী সামসাদ এলামের মৃত দেহ উদ্ধার। আস্তাবলের মধ্যেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে ওই কর্মী। আর এই আত্মহত্যা ঘিরে তীব্র ক্ষোভ বাকি কর্মীদের মধ্যে। দীর্ঘ দিন ধরে মাইনে পাচ্ছে না কর্মীরা, শুধু তাই নয় তাদের যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা ও তারা পাচ্ছে না। এই মুহূর্তে প্রায় ১২০ জন কর্মীকে বসিয়ে দিয়েছে। প্রত্যেককে কাজে ফেরাতে হবে এবং প্রত্যেককে পরিষেবা প্রদান করতে হবে তার পাশাপাশি বকেয়া বেতন ও মেটাতে হবে এই দাবি নিয়ে এই মুহূর্তে রেসকোর্সের rctc- আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে। কর্মীদের অভিযোগ কাজ থেকে বসে দেওয়া এবং দীর্ঘদিন মাইনে না পাওয়ায় আত্মহত্যা করেছে ওই কর্মী। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস।
4 January 2025, 10:15 AM
আবহাওয়ার খামখেয়ালিপনায় স্বাদ নিজস্ব স্বাদ হারাচ্ছে মোয়া। সুস্বাদু মোয়া না পেয়ে সমস্যায় মোয়া প্রেমীরা। তার উপর পর্যাপ্ত কাঁচামালের অভাব। যদিও শীত পড়তেই মোয়ার দোকানগুলিতে ভিড় বাড়ছে। তবে খেয়ে তৃপ্তি পাচ্ছেন না অনেকেই। মোয়ার স্বাদ নিম্নমুখী হওয়ায় কাচাঁমাল ও আবহাওয়াকেই দায়ী করছেন ব্যবসায়ীরা এই বিষয়ে মোয়া ব্যবসায়ীদের বক্তব্য মোয়া তৈরির প্রধান কাঁচামাল খই ও গুড়ের মান সঠিকভাবে না মেলাতেই এই সমস্যার মধ্যে পড়েতে হচ্ছে। ঠান্ডার অভাবে ভালোমানের গুড় পাওয়া যাচ্ছে না। তাছাড়া খেজুর রস যারা সংগ্রহ করতেন সেইসব শিউলিদের অনেকেই এই পেশার প্রতি আগ্রহ হারিয়েছেন। আবার অনেকেই গুড়ের জন্য অসাধু উপায় অবলম্বন করছেন। বর্তমান প্রজন্মের কেউই এই পেশার প্রতি আগ্রহী নয়। অনেক মোয়া ব্যবসায়ীই বাঁকুড়া, পুরুলিয়া থেকে গুড় এনে মোয়া বানাচ্ছেন যারফলে সঠিক মানের মোয়া পাওয়া যাচ্ছে না।
4 January 2025, 10:15 AM
অবসর নিচ্ছেন না। জানিয়ে দিলেন রোহিত শর্মা। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে এক সাক্ষাৎকারে 'হিটম্যান' বলেছেন, "রান পাচ্ছি না বলে এই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছি। তবে অবসর নিচ্ছি না। ক্রিকেট থেকেও দূরে থাকছি না। দু'মাস বা পাঁচ মাস বাদেও যে রান পাব না, এমন নয়। জীবনে প্রচুর ক্রিকেট দেখেছি। এখানে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিদিন সবকিছু বদলে যেতে পারে। মাইক হাতে কে কী বলল, পেন বা ল্যাপটপে কে কী লিখল তাতে কিছু বদলাবে না। আমরা কে কখন অবসর নেব, দলের বাইরে থাকব, কে কখন অধিনায়ক হবে সেটা তারা ঠিক করর দেবে না। আমি দুই সন্তানের বাবা। নিজেকে যথেষ্ট পরিণত মানুষ বলেই মনে করি। কোচ (গৌতম গম্ভীর) এবং নির্বাচকের (অজিত আগরকর) সঙ্গে কথা বলেছি। এই টেস্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা রান করতে পারবে। আমার ব্যাটে এখন রান নেই। তাই সরে দাঁড়িয়েছি।"
4 January 2025, 10:15 AM
বোলারো পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটকবাহি বাস। আহত অন্তত ১৫ জন পর্যটক। শনিবার সকালে ইন্দপুরের বাগডিহা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমনিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পর্যটকবাহি বাস। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমবেশী আহত হন অন্তত ১৫ জন পর্যটক।
4 January 2025, 10:15 AM
বটি দিয়ে বৌদিকে কুপিয়ে খুন দেওর। খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা, ফরজ আটক। ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকায়। মৃতা গৃহবধুর নাম বিন্দু রুইদাস (৩২)। আহত মৃতা গৃহবধুর শাশুড়ি নিরুপমা রুইদাসও। গ্রেফতার অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাস। জানা গেছে, শনিবার সাত সকালে বৌদির সাথে বিষ্ণুর বচসা হয়। তারপরেই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় ঘরের মেঝে। বিন্দুর মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও কোপ বসায় বিষ্ণু।