LIVE: ধরনায় ইতি, বকেয়া মেটানোর জন্য় কেন্দ্রকে সময় বেঁধে দিলেন অভিষেক!

LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। 

Last Updated: Monday, October 9, 2023 - 20:08
LIVE: ধরনায় ইতি, বকেয়া মেটানোর জন্য় কেন্দ্রকে সময় বেঁধে দিলেন অভিষেক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

9 October 2023, 20:00 PM

রাজভবনের সামনে ধরনা কর্মসূচি প্রত্যাহার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, '৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময় দিচ্ছি, যদি কোনও ইতিবাচক ভূমিকা না দেখি, তাহলে ১ নভেম্বর থেকে আবার আন্দোলন!সেটা আর থামবে না, যতদিন না টাকা আসছে'। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর অভিষেককে মুখ্যমন্ত্রী ফোন করেন বলে সূত্রের খবর। 

9 October 2023, 14:00 PM

কামদুনিকাণ্ডে খালাসপ্রাপ্ত আসামীদের মুক্তিতে জট।
ভোর ৪টেয় এসএলপি ফাইল
সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির কাছে মামলার উল্লেখ।
সকাল ১১টা ৪৫ বিচারপতি গাওয়াইয়ের এজলাসে শুনানি।
খালাসপ্রাপ্তকে শো-কজ নোটিস বেঞ্চের।
মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর রাজ্য।

9 October 2023, 13:00 PM

মধ্যমগ্রাম পুরসভায় CBI হানা!

9 October 2023, 12:45 PM

বীরনগর পুরসভা ও বীননগর চেয়ারম্যান পার্থ কুমার চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা।

9 October 2023, 11:30 AM

বিভানসভা ভোটের দিনক্ষণ:
মিজোরাম- ৭ নভেম্বর
ছত্তিশগড়- ৭ এবং ১৭ নভেম্বর
মধ্যপ্রদেশ- ১৭ নভেম্বর
রাজস্থান- ২৩ নভেম্বর
তেলেঙ্গানা- ৩০ নভেম্বর  

9 October 2023, 11:15 AM

পুজো মণ্ডপ পরিদর্শনে যুগ্ম কমিশনার ( সদর ) সন্তোষ পান্ডে এবং সঙ্গে রয়েছেন ডেপুটি কমিশনার সহ অন্যান্য পুলিস কর্মীরা

9 October 2023, 11:15 AM

হাইকোর্টে খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে দ্বারস্থ প্রসন্ন রায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয় প্রসন্ন রায়। সুপ্রিম কোর্টে আবেদন গৃহীত হয়ছে। সব পক্ষকে নোটিস পাঠাতে বলেছে শীর্ষ আদালত

9 October 2023, 11:15 AM

কামদুনি মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টের ৪ নম্বর কোর্টের শুনানি। রাজ্যের করা আবেদনের শুনানি হতে চলেছে

9 October 2023, 11:15 AM

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ-পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী তেলের দাম 

9 October 2023, 10:30 AM

উলুবেড়িয়ায় প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে সিবিআই এর একটি টিম। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ চলছে।

9 October 2023, 10:30 AM

ডায়মন্ড হারবারের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সিবিআই।  পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নজরে চেয়ারম্যান। 

9 October 2023, 09:45 AM

রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সিবিআই। তিনি বর্তমানে রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি-র বাড়িতে সিবিআই। 

9 October 2023, 09:45 AM

যাদবপুর বিশ্ববিদ্যালয় মেইন হোস্টেলের গেটে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হল। সিসিটিভি বসানোর জন্য বিশেষ পিলার পোঁতা হয়েছে বিশ্ববিদ্যালয় হস্টেলের মেন গেটের সামনে। এই পিলারে দুই ধরনের সিসিটিভি বসবে। একটি সিসিটিভি যার মাধ্যমে কারা ঢুকছে বা বেরোচ্ছে সেই বিষয়টার উপরে লক্ষ্য রাখা হবে। অন্য সিসিটিভি দিয়ে যে সমস্ত গাড়ি ঢুকছে বা বেরোচ্ছে সেই বিষয়ে তথ্য সংরক্ষিত হবে। এই মেন হোস্টেলে ১০ তারিখ ছাত্র মৃত্যুর এবং র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। সেই রাতে মেন হোস্টেলে অনেক পাস আউট ছাত্র ছিল। এমনকি ঘটনা ঘটার পরে মেন হোস্টেলের গেট আটকে দেওয়া হয়েছিল যাতে পুলিস না ঢোকে তেমন অভিযোগও ওঠে। প্রশ্ন উঠেছিল নিয়ম থাকলেও কেন হোস্টেলের গেটে বা ভেতরে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। অবশেষে মেন হোস্টেলের গেটে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হল।

9 October 2023, 09:15 AM

ভোটের দামামা। ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা আজ দুপুর ১২টায়

9 October 2023, 09:15 AM

সিবিআই তদন্তের দাবি নির্যাতিতার ভাইয়ের

9 October 2023, 09:15 AM

এই সরকারের উপরে বিশ্বাস নেই, এই সরকার চোর সরকার - নির্যাতিতার ভাই 

9 October 2023, 09:15 AM

সিআইডি-র উপরে ভরসা নেই - নির্যাতিতার ভাই 

9 October 2023, 09:15 AM

পরিজনদের সায় মিলতেই শীর্ষ আদালতে এসএলপি ফাইল 

9 October 2023, 09:15 AM

পরিবারের সঙ্গে কথা সিআইডি-র

9 October 2023, 09:15 AM

আগেই ডিআইজি-সিআইডি র নেতৃত্বে টিম গড়ে পরিবারের সঙ্গে কথা

9 October 2023, 09:15 AM

এবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য